এক্সপ্লোর
Advertisement
সোনা চোরাচালানে অভিযুক্তের গাড়ি চেপে জনজাগরণ যাত্রায় কেরল সিপিএমের রাজ্য সম্পাদক! অভিযোগ বিজেপি, কংগ্রেসের
নয়াদিল্লি: কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান কোঝিকোড়ে পার্টির জনজাগরণ যাত্রা কর্মসূচিতে যে বিলাসবহুল গাড়ি চেপেছেন, সেটি সোনা চোরাপাচার মামলায় এক অভিযুক্তের। বিজেপি, কংগ্রেস, দু দলেরই তোলা এই অভিযোগে বিপাকে পড়েছে সিপিএম।
কেরলের বেশ কয়েকটি টিভি চ্যানেলে কোঝিকোড়ের কোদুভাল্লির রাস্তায় মিনি-কুপার কনভার্টিবল গাড়ি চেপে বালকৃষ্ণানের রোড শো, তাঁর জনতার উদ্দেশ্যে হাত নাড়ানোর ছবি দেখানো হয়েছে।
সমালোচনার মুখে বালকৃষ্ণানের দাবি, গাড়িটি কার, তিনি জানেন না। কোডুভাল্লিতে তাঁদের খোলা জিপ নেই, তাই স্থানীয় লোকজনই ওই গাড়ির ব্যবস্থা করেছিলেন। পার্টির স্থানীয় নেতৃত্বের কোনও গলদ ছিল কিনা, একমাত্র তদন্ত হলেই তা জানা যাবে।
বিজেপির কেরল শাখার সাধারণ সম্পাদক কে সুরেন্দ্রন ফেসবুকে সিপিএম নেতার রোড শোয়ের ছবি পোস্ট করে দাবি করেছেন, গাড়িটি সোনা চোরাচালানে জড়িত একজনের। সুরেন্দ্র এর প্রমাণ দিতে তৈরি বলে জানিয়ছেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তদন্তের নির্দেশ দিন, দাবি জানিয়েছেন তিনি।
কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালাও কটাক্ষ করেছেন, সিপিএমের 'জাল মুখ' উন্মোচিত হল, কারা শাসক দলের 'আসল বন্ধু', সেটাও বেরিয়ে গেল! চোরাকারবারে অভিযুক্তের গাড়িতে চেপে এ কেমন জাগ্রত যাত্রা বালকৃষ্ণানের, প্রশ্ন তুলেছেন তিনি।
আইইউএমএল রাজ্য সম্পাদক এম সি মাইনের কটাক্ষ, সিপিএম বরাবর নিজেকে গরিব, প্রান্তিক মানুষের দল বলে দাবি করে। কিন্তু আসলে ওদের যোগাযোগ ধনী, প্রভাবশালীদের সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement