এক্সপ্লোর
Advertisement
কেরল স্পিকারের চশমার দাম ৫০,০০০ টাকা, সবটাই দিল রাজ্য সরকার
ত্রিবান্দ্রম: দিনকয়েক আগে সরকারি খরচে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ২৮,০০০ টাকার চশমা কিনেছেন। তা নিয়ে বিতর্ক চলতে চলতেই ফের রাজ্য সরকারকে নতুন বিল ধরালেন রাজ্য বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণণ। তাঁর চশমার দাম আর একটু বেশি, ৪৯,৯০০ টাকা।
তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, চশমার কাঁচের দাম ৪৫,০০০ টাকা আর ফ্রেম ৪,৯০০ টাকা। দুটো দামই দিয়েছে কেরলের সিপিএম সরকার।
এ নিয়ে শ্রীরামকৃষ্ণণ বলেছেন, চোখের সমস্যায় বিধানসভায় বসে ঠিকমত কাজকর্ম করতে পারছিলেন না তিনি। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধে হচ্ছিল। তাই তাঁর চিকিৎসক বলেন, ভাল চশমা করিয়ে নিতে।
সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, কেরল বিধানসভার সদস্যরা রাজ্য সরকারকে নানা কারণে লাখ লাখ টাকার বিল ধরাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী শৈলজার চশমা ও তাঁর স্বামীর চিকিৎসা সংক্রান্ত খরচাখরচের খবর সামনে এলে তার ব্যাখ্যা দিতে হিমসিম খান তাঁরা।
তথ্য জানার অধিকার নিয়ে কর্মরত ভি বিনু বলেছেন, স্পিকার নিজেই ১৪০ জন বিধায়কের মেডিক্যাল বিল পাশ করেছেন। দুর্ভাগ্যজনক, যে তিনি নিজেও সাধারণ মানুষের পয়সা খরচ করার সময় সংযম বজায় রাখতে পারেননি।
কেরলের বিধায়কদের মেডিক্যাল বিল রাজ্য সরকার দেয়। একই সুযোগ পান তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়রাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement