এক্সপ্লোর
Advertisement
ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জেডি(এস) বিধায়ককে ‘দল ভাঙানোর টোপে’র অডিও টেপ ঘিরে বিতর্ক, সিট তদন্তের ঘোষণা কুমারস্বামীর
বেঙ্গালুরু: কর্নাটকে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শুক্রবারের প্রকাশ করা অডিও টেপ ঘিরে চাঞ্চল্য। সিট তদন্তের ঘোষণা কুমারস্বামীর। অডিওটেপ প্রকাশ্যে এনে কুমারস্বামীর দাবি, রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা এক জেডি(এস) বিধায়ককে দল ভাঙিয়ে আনার টোপ দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন, যার উদ্দেশ্য কর্নাটকে ক্ষমতাসীন কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের স্থিতিশীলতা নষ্ট করা। দাক্ষিণাত্যের রাজ্যটিতে গত কিছুদিন ধরে ঘোড়া কেনাবেচার অভিযোগ ঘিরে শোরগোলে নয়া মাত্রা দেয় অডিওটেপটি। কুমারস্বামী এও দাবি করেন, বিজেপিকে সাহায্য করতে যে এমএলএ-রা পদত্যাগ করতে পারেন, তাঁদের পক্ষে রায় দেওয়ার জন্য বিধানসভার স্পিকারকে হাত করতে অডিওটেপে নাকি ৫০ কোটি টাকার অফার দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে ইয়েদুরাপ্পাকে। পাল্টা ইয়েদুরাপ্পা জানিয়ে দেন, স্পিকার সম্পর্কে এমন কথা বলেছি, প্রমাণ হলে বিধায়কপদে ইস্তফা দেব, রাজনীতিও ছেড়ে দেব।
আজ স্পিকার রমেশ কুমার বিধানসভায় বলেন, বিতর্কে তাঁর নামও জড়ানোয় সত্য প্রতিষ্ঠায় বিশেষ তদন্ত দল গঠিত হোক। তিনি সত্ মানুষ বলে পরিচিত, স্পিকার পদের মর্যাদা রক্ষা করতে হবে বলে সব বিধায়ক জানানোর পর স্পিকার কুমারস্বামীর উদ্দেশ্যে বলেন, সত্য প্রতিষ্ঠায় সিট তৈরি করুন। আমায় ১৫ দিন রেহাই দিন। দৃশ্যতই উত্তেজিত ছিলেন তিনি। কুমারস্বামী বলেন, তিনিও স্পিকার সম্পর্কে ওঠা অভিযোগে ব্যথিত, সিট গঠনের সুপারিশ মেনে নিচ্ছেন। স্পিকারকে বলেন, সত্য উদ্ঘাটনে সার্বিক তদন্তে সিট গঠনে আপনার সম্মতি চাইছি।
বিজেপি বিধায়করা বলেন, তদন্ত সীমিত রাখতে হবে শুধু স্পিকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েই, এই সরকারের ওপর ভরসা করা যায় না, তারা সিটের অপব্যবহার করতে পারে। স্পিকার কুমারস্বামীকে বলেন, সিটের উদ্দেশ্য শুধু সত্য প্রতিষ্ঠাই হওয়া উচিত, কাউকে অহেতুক টার্গেট করা নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement