এক্সপ্লোর
‘রঘুবংশবাবু, এটা আপনি কী করলেন? এত দূরে চলে গেলেন!’ দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর প্রয়াণে শোকবিহ্বল লালুপ্রসাদ
দিল্লির এইমসে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ আরডেজি নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ফের ভর্তি হতে হয় তাঁকে। গত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

নয়াদিল্লি: দিল্লির এইমসে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ আরডেজি নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ফের ভর্তি হতে হয় তাঁকে। গত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন রঘুবংশ। দীর্ঘদিনের সঙ্গীর প্রয়াণে শোক ব্যক্ত করে লালুপ্রসাদ ট্যুইটে লিখেছেন, রঘুবংশবাবু, এটা আপনি কী করলেন? লালুপ্রসাদের ট্যুইট- 'প্রিয় রঘুবংশবাবু! এটা আপনি কী করলেন?গত পরশুই আপনাকে বলেছিলাম, আপনি কোথাও যাচ্ছেন না। কিন্তু এত দূরে চলে চলেন! বাকরুদ্ধ, মর্মাহত। আপনার অভাব অনুভব করব'। সম্প্রতি দল থেকে ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর ইস্তফা আরজেডি-র কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করা হয়েছিল। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে লেখা চিঠিতে রঘুবংশ জানিয়েছিলেন, 'জননায়ক কর্পূরী ঠাকুরের মৃত্যুর ৩২ বছর আপনার পাশে ছিলাম। কিন্তু আর নয়। দলের নেতা, কর্মী ও সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমাকে ক্ষমা করবেন'। ইস্তফার ঘোষণার পর তাঁর ক্ষোভ সামলানোর চেষ্টা করেন লালুপ্রসাদ। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ রঘুবংশকে চিঠি লেখেন। আরজেডি প্রধান বলেন, 'আপনি সুস্থ হয়ে উঠলে আমরা কথা বলব। আপনি কোথাও যাচ্ছেন না'। রঘুবংশ প্রসাদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর ট্যুইট-আরজেডি-র শক্তিশালী স্তম্ভ, সমাজবাদী ও অভিভাবক তথা পথপ্রদর্শক রঘুবংশ প্রসাদের প্রয়াণে মর্মাহত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















