এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
জন্মদিনে আমায় ফুল, কেক, গ্রিটিংস্ কার্ড না পাঠিয়ে দান করুন সেনা তহবিলে: লতা
![জন্মদিনে আমায় ফুল, কেক, গ্রিটিংস্ কার্ড না পাঠিয়ে দান করুন সেনা তহবিলে: লতা Lata Mangeshkar Asked Fans To Remember And Donate For Soldiers On Her 87th Birthday জন্মদিনে আমায় ফুল, কেক, গ্রিটিংস্ কার্ড না পাঠিয়ে দান করুন সেনা তহবিলে: লতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/23150922/lata-mangeshkar-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ২৮ সেপ্টেম্বর ৮৭ বছরে পা দিচ্ছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। প্রতি বছরই এই দিনটিতে অনুরাগীদের কাছ থেকে অসংখ্য উপহার পান তিনি। শুভেচ্ছাবার্তার পাশাপাশি উপহারও পান প্রচুর। অনুরাগীরা কেউ কেক, কেউ ফুল, কেউ মিষ্টি, কেউ বা গ্রিটিংস কার্ড বা অন্যান্য উপহারসামগ্রী দিয়ে থাকেন তাঁদের প্রিয় মানুষটিকে। কিন্তু এবছর এ সব কোনও উপহারই চাইছেন না লতা। তিনি চান, এই অর্থ দান করা হোক সীমান্তে পাহারারত বীর সাহসী ভারতীয় যোদ্ধাদের উদ্দেশ্যে।
টুইটারে লতা লেখেন, প্রতি বছর আমার জন্মদিনে তোমরা হাজার হাজার মানুষ আমায় ফুল, মিস্টি, কেক, গ্রিটিংস কার্ড পাঠাও... এ বছর আমার একান্ত অনুরোধ, এই সমস্ত পাঠানোর চাইতে সেই টাকা, যতটা তোমাদের দেওয়া সম্ভব, তা দেশের বীর সেনাদের দাও।
তিনি আরও বলেন, দেশের রক্ষক এই সব সাহসী সেনারাই আমাদের মা, বাবা, শিক্ষক, দেশমাতৃকা এবং দেশমাতার অভিভাবক। আমরা তাঁদের জন্য যেটুকুই করি না কেন, তা যথেষ্ট নয়। দেশের সুরক্ষার জন্য বলিদান দিতে দ্বিতীয়বার ভাবেন না তাঁরা। তাঁদের জন্যই আমরা নিরাপদে রয়েছি। তাই, তাঁদের জন্য কিছু করা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য।
এই অর্থ আর্মি ওয়েলফেয়ার ফান্ড ব্যাটল্ ক্যাস্যুয়ালটি ফান্ডে(সেনাদের উন্নয়ন ও যুদ্ধে শহিদ হওয়া জওয়ানদের ত্রাণ তহবিল) দান করার অনুরোধ জানিয়েছেন লতা। আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আর্শীবাদ সবসময় আমার সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।
প্রসঙ্গত, গত রবিবার উরুতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন লতা। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তোলেন তিনি। বলেন, আমি মনে করি, উরি জঙ্গি হামলা কাপুরুষতারই উদাহরণ। তাদেরও পাল্টা জবাব দেওয়া উচিত। সেটাই হবে আমাদের শহিদ সেনা ভাইদের উদ্দেশ্যে যথাযথ শ্রদ্ধা জানানো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)