এক্সপ্লোর
Advertisement
কালো টাকা নয়, ব্যাঙ্কে দলের টাকাই, দলিত বলে কেন্দ্র ফাঁসাছে: মায়াবতী
নয়াদিল্লি: কালো টাকা নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে দলের টাকা। দাবি মায়াবতীর। দলিত বলে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে কেন্দ্র, অভিযোগ বিএসপি নেত্রী মায়াবতীর। দিল্লির করোলবাগে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় বিএসপি-র একটি অ্যাকাউন্টে জমা পড়া ১০৪ কোটি টাকার প্রেক্ষিতে মায়াবতীর ভাইকে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে ইডি।
প্রসঙ্গত, বিএসপি ও মায়াবতীর ভাইয়ের যে অ্যাকাউন্ট সম্প্রতি ইডির নজরে এসেছে সেপ্রসঙ্গে বিএসপি নেত্রীর মত, ওই অ্যাকাউন্টের সমস্ত টাকাই দলের কাজে ব্যবহৃত হওয়ার জন্যে। মায়াবতীর দাবি বিভিন্ন লোক এবং সংস্থা ডোনেশন বাবদ সেই টাকা ওই অ্যাকাউন্টে জমা করেছিল। প্রতিটি টাকারই হিসেবে তাঁর কাছে রয়েছে।
এরপরই বিএসপি নেত্রী কেন্দ্রকে পাল্টা আক্রমণের সুর চড়িয়ে বলেন, নোট বাতিলের পর বিজেপিও বিভিন্ন অ্যাকাউন্টে বিশাল পরিমাণ টাকা জমা করেছে। তারওপর নজরদারি কে চালাবে, প্রশ্ন বেএসপি নেত্রীর। মায়াবতীর মন্তব্য, নোট বাতিলের সিদ্ধান্ত এবং তার পরবর্তী বিভিন্ন সিদ্ধান্ত যেভাবে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাতে তাঁদের হয়রানি কয়েকগুন বেড়ে গেছে। আর সেই সমস্ত সিদ্ধান্তের প্রভাবও সুদূর প্রসারী।
কেন্দ্রকে আক্রমণের সময় মোদীকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন মায়াবতী, তিনিও বিজেপির সেই সমস্ত অ্যাকাউন্ট জনসমক্ষে আনুন, যেখানে ৮ নভেম্বরের দশ মাস আগে থেকেই টাকা জমা করা শুরর করেছিল তাঁর দলের কর্মীরা। বিএসপি নেত্রীর দাবি, মোদী যদি সত্যিই সত্ হন, তাহলে তিনি তাঁর ও দলের সমস্ত খরচ, টাকা জমা দেওয়ার স্টেটমেন্ট সামনে আনুন। দেশের প্রত্যেক জনসাধারণের সেকথা জানার অধিকার রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement