এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী আসিয়া আন্দ্রাবির ভিডিও দেখে প্রভাবিত হয় লস্কর জঙ্গি বাহাদুর আলি
নয়াদিল্লি: কাশ্মীরের জঙ্গি নেত্রী আসিয়া আন্দ্রাবির ভিডিও দেখে ভারতের বিরুদ্ধে জিহাদ শুরুর প্রেরণা পায় ধৃত লস্কর ই তৈবা জঙ্গি বাহাদুর আলি। পাকিস্তানের লাহৌরের রাইউইন্ড এলাকার বাসিন্দা বাহাদুর ওরফে সৈফুল্লা আপাতত এনআইএ-র হেফাজতে। সে জানিয়েছে, ভারত বিরোধী নানা ভিডিওর মধ্যে কাশ্মীরের মহিলা জঙ্গি গোষ্ঠী দুখতারান ই মিলাতের নেত্রী আসিয়া আন্দ্রাবির বক্তৃতায় সবথেকে প্রভাবিত হয় সে। আপাদমস্তক কালো বোরখা ও হিজাবে ঢাকা আন্দ্রাবি ভারত বিরোধী প্রচারের জন্য বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে। গত বছর প্রকাশ্যে কাশ্মীরের পতাকা তোলে সে, গোহত্যা নিষেধ অগ্রাহ্য করে নিজের গরু জবাই করার ভিডিও-ও প্রকাশ করে।
২১ বছরের বাহাদুর আলি জানিয়েছে, ২০০৮ সাল থেকে হাফিজ সইদের জামাত উদ দাওয়ার হয়ে কাজকর্ম করছে সে। তখন থেকেই ওই দলের দুই মৌলবী ইউসুফ আসরুরি ও খালিদের ভারত বিরোধী প্রপাগান্ডা শুনতে সে অভ্যস্ত। ১২-১৩ জুন কাশ্মীরে অনুপ্রবেশ করে বাহাদুর, আর ২ লস্কর জঙ্গি সাদ ও দারদার সঙ্গে। তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ১ মাস একাই সে জঙ্গলে কাটায়, তারপর ২৫ জুলাই ধরা পড়ে নিরাপত্তাবাহিনীর হাতে।
বাহাদুর আলি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ১ পুলিশ কনস্টেবলের ছেলে। ৯ ভাইবোনের মধ্যে সে অষ্টম। তার আরও ২ ভাই- আসগর আর ইমদাদও নিজেদের গ্রামে জেইউডি-র হয়ে কাজ করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement