LIVE UPDATE: মহারাষ্ট্র : শিবসেনা-কংগ্রেস-এনসিপি নেতাদের বৈঠক শেষ, সন্ধেয় ফের বৈঠক
LIVE
Background
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন উদ্ধব ঠাকরে। ২ উপ মুখ্যমন্ত্রী পেতে পারে এনসিপি-কংগ্রেস। ২৮ নভেম্বর হবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ।
আজ সকালে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীর আহ্বানে মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে সকালেই হবে বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান।রাজ্যের সদ্য নির্বাচিত ২৮৮ জন বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর।
Mumbai: Newly-elected Maharashtra MLAs take oath at the special Assembly session called by Maharashtra Governor Bhagat Singh Koshyari. pic.twitter.com/5Xg17143RH
— ANI (@ANI) November 27, 2019
ইতিমধ্যেই বিধানভবনে পৌঁছেছেন এনসিপি-শিবসেনা ও কংগ্রেসের বিধায়করা। বিধানভবনের বাইরে বিধায়কদের স্বাগত জানান শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। দেবেন্দ্র ফডণবীস ও অন্যান্য বিধায়কদের স্বাগত জানান তিনি। এনসিপি নেতা অজিত পওয়ার বিধানসভায় উপস্থিত হলে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন শরদ-কন্যা।
NCP leader Supriya Sule at the assembly in Mumbai: Lot of new responsibility. Every citizen of #Maharashtra stood by us. https://t.co/tvM2SQk8fr pic.twitter.com/tEuvgHTHAD
— ANI (@ANI) November 27, 2019
Mumbai: Devendra Fadnavis arrives at the assembly, ahead of the first session of the new assembly today. #Maharashtra pic.twitter.com/s4ejZW3GE0
— ANI (@ANI) November 27, 2019
আজই হবে মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনও। সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে বিধানভবনে যান আদিত্য ঠাকরে।
অন্যদিকে শিবাজি পার্কে কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনার উদ্ধব ঠাকরে।