LIVE UPDATES: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়া চক্রবর্তীকে, বক্তব্যে অসঙ্গতি রয়েছে, দাবি এনসিবি সূত্রে
সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন।
LIVE
Background
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মামলায় ড্রাগ-যোগসাজসের অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে রিমান্ডে পাঠিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ৯ তারিখ পর্যন্ত শৌভিক ও স্যামুয়েল এনসিবি রিমান্ডে থাকবেন। ড্রাগ ডিলার কৈজান ইব্রাহিমকে পাঠানো হয়েছে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে। এর মধ্যে আজ রিয়ার বাড়ি গিয়ে তাঁকেও সমন দিয়ে এসেছে এনসিবি।
এনসিবির দলের সঙ্গে মুম্বই পুলিশের মহিলা কর্মীও ছিলেন। ৬৭সি ধারায় তাঁকে সমন দেওয়া হয়েছে। সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন। এরপর এনসিবি রিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। শোনা যাচ্ছে, বেলা সাড়ে দশটা নাগাদ রিয়া এনসিবির অফিসে যাবেন।
গতকাল গভীর রাতে এনসিবির অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে ঠিক হয়, রিয়াকে কী কী প্রশ্ন করা হবে। এই জেরার লক্ষ্য হল, ড্রাগ মামলার সেই শৃঙ্খল খাড়া করা, যাতে পরিষ্কার হয়, রিয়াই সুশান্তকে ড্রাগ দিতেন। শৌভিক ও স্যামুয়েল নাকি দাবি করেছেন, রিয়া তাঁদের দুজনের কাছেই ড্রাগ চাইতেন। এনসিবির কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণও আছে, যাতে বোঝা যাচ্ছে, রিয়া ড্রাগ সংক্রান্ত আলোচনা করতেন। তাঁর ভাই শৌভিকের সঙ্গে ৪-৫ জন ড্রাগ ডিলারের সম্পর্ক ছিল বলে এনসিবি দাবি করেছে।