এক্সপ্লোর
Advertisement
পূর্বা এক্সপ্রেসে খাবারে মিলল টিকটিকি! রেলমন্ত্রীর কাছে অভিযোগ যাত্রীর
নয়াদিল্লি: কয়েকদিন আগেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএসি)-র রিপোর্টে রেলে পরিবেশন করা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে। রিপোর্টে বলা হয়েছে, রেলের পরিবেশন করা খাদ্য মানুষের খাওয়ার উপযুক্ত নয়। এরইমধ্যে খাবার নিয়ে একটি গুরুতর অভিযোগ উঠল। হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসের এক যাত্রী তাঁর খাবারে মরা টিকটিকি দেখতে পেয়েছেন বলে অভিযোগ। রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে ট্যুইটারের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। নিরামিষ বিরিয়ানিতে টিকটিকি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। রেলমন্ত্রী রেলের আধিকারিকদের এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুঘলসরাইয়ের ডিআরএম ঘটনার তদন্ত করছেন বলে জানা গেছে।
অভিযোগ, ওই খাবার খেয়ে যাত্রীটি অসুস্থ বোধ করেন। ঘটনার পর ওই যাত্রীর কোচে আসেন রেলের আধিকারিকরা। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়া হয়েছে ওই যাত্রীকে। দানাপুর ডিভিশনের ডিআরএম কিশোর কুমার জানিয়েছেন, ওই যাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। ওই যাত্রীর অভিযোগ, তাঁকে অনেক দেরীতে ওষুধ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, মোকামায় খাবারের অর্ডার দিয়েছিলেন। এরপরই খাবারে টিকটিকি দেখতে পান তিনি। এ ব্যাপারে টিটিই ও ক্যান্টিন ম্যানেজারের কাছে অভিযোগ জানান তিনি। সেইসঙ্গে রেলমন্ত্রীকে ট্যুইটও করেন।@sureshpprabhu Sir poorva exp irctc lizard found in biryani HA1 seat no 1 pic.twitter.com/DH9Z7eqvrH
— Meghna sinha (@immeghna28) July 25, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement