এক্সপ্লোর
মুসলমানের সঙ্গে প্রেম করছিস? আলিগড়ে তরুণীকে ঠাস ঠাস চড় বিজেপি নেত্রীর
![মুসলমানের সঙ্গে প্রেম করছিস? আলিগড়ে তরুণীকে ঠাস ঠাস চড় বিজেপি নেত্রীর Local Bjp Woman Leader Slaps Girl For Being Friendly With Muslim Youth মুসলমানের সঙ্গে প্রেম করছিস? আলিগড়ে তরুণীকে ঠাস ঠাস চড় বিজেপি নেত্রীর](https://static.abplive.com/abp_images/741041/photo/couple%20%209.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আলিগড়: এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করার কারণে উত্তরপ্রদেশের আলিগড়ের জনৈক বিজেপি নেত্রী এক তরুণীকে মারধর করলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
স্থানীয় মানুষ মারধর করেন ওই যুবককে। প্রকাশ্যে অশ্লীলতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ, যদিও পরে ছেড়ে দেওয়া হয় জামিনে।
যে নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাঁর নাম সঙ্গীতা ভার্শনে, আলিগড় বিজেপির মহিলা মোর্চার প্রধান। মঙ্গলবার স্থানীয় গাঁধীনগর এলাকায় তিনি ২২ বছরের ওই তরুণীর সঙ্গে বসে থাকতে দেখেন বছর চৌত্রিশের মুসলিম যুবককে।
ভিডিওয় দেখা যাচ্ছে, সঙ্গীতা মেয়েটিকে চড় মারতে মারতে বলছেন, তোর লজ্জা করে না? এত বড় হয়ে গেলি, এখনও বুঝিস না, কে হিন্দু আর কে মুসলিম!
পরে সঙ্গীতা বলেন, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন এক জায়গায় ভিড়। গিয়ে শোনেন, ওই হিন্দু তরুণী আর মুসলিম যুবক পালানোর চেষ্টা করছিলেন, মানুষ তাঁদের ধরে ফেলেছে। এটা লাভ জিহাদের ঘটনা। তাঁর দাবি, মেয়েটির বয়স, ১৬-১৭-র বেশি নয়।
তবে ওই তরুণী ও তাঁর সঙ্গীকে মারধরের পরেও সঙ্গীতা ও স্থানীয়দের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় উঠেছে প্রশ্ন। যদিও পুলিশ জানিয়েছে, মেয়েটি ও তাঁর বাবা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তাঁরা চান না কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, লিখিতভাবে এ কথা জানিয়েছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)