এক্সপ্লোর
Advertisement
পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হট্টগোল, সারাদিনের জন্য মুলতুবি লোকসভা
নয়াদিল্লি: পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা। আজ সংসদের অধিবেশনের প্রথম দিনই সরব হন বিরোধী দলগুলির সাংসদরা। এনডিএ-র জোটসঙ্গী টিডিপি আবার অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ প্যাকেজের দাবি জানাতে থাকেন। গোলমালের জেরে সারাদিনের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করে দিতে বাধ্য হন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।
আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে প্রয়াত সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন। কংগ্রেস সাংসদদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাঁরা পিএনবি জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব মোদীর বর্তমান অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চান। তৃণমূল সাংসদরাও একই দাবি জানান। বারবার বলা সত্ত্বেও বিক্ষোভ না থামায় প্রথমে দুপুর পর্যন্ত এবং শেষে সারাদিনের জন্য অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। সেই কারণে আজ বেশ কয়েকজন বিজেপি সাংসদ অসমের ঐতিহ্যবাহী গামোসা গলায় নিয়ে সংসদে আসেন। প্রধানমন্ত্রী সংসদে ঢোকার সময় করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি সাংসদরা। প্রধানমন্ত্রী হাতজোড় করে দলীয় ও বিরোধী সাংসদদের ধন্যবাদ জানান।
লোকসভার মতোই আজ রাজ্যসভাতেও পিএনবি জালিয়াতি, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ড সহ বিভিন্ন বিষয়ে হট্টগোল শুরু করেন বিরোধীরা। ফলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। তৃণমূল সাংসদরা পিএনবি জালিয়াতি নিয়ে সরব হন। তাঁদের পাশাপাশি কংগ্রেস, এআইএডিএমকে, ডিএমকে ও টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন। এআইএডিএমকে ও ডিএমকে সাংসদরা ঐক্যবদ্ধভাবে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ড গঠনের বিষয়ে আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানাতে থাকেন। টিডিপি ও কংগ্রেস সাংসদরা দাবি করেন, তেলঙ্গানা গঠন করার পর অন্ধ্র প্রদেশকে যে স্পেশাল স্টেটাস দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা কার্যকর করতে হবে।
গোলমালের জেরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। বিরোধীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনারা সংসদে আছেন না অন্য কোথাও?’ কিন্তু তিনি বারবার আসনে ফিরে যেতে বললেও, সে কথা না শুনে হইচই করতে থাকেন বিরোধী দলগুলির সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement