এক্সপ্লোর
Advertisement
বিজেপির মতোই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখায় কংগ্রেস, অহঙ্কারও খুব, কটাক্ষ অখিলেশের
২০১৭-য় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়েছিল অখিলেশের। কিন্তু এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে সপা, মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে আসনরফা করলেও কংগ্রেসকে বাইরে রেখেছে।
কানপুর (উত্তরপ্রদেশ): কংগ্রেসকে মায়াবতী, অজিত সিংহের সঙ্গে তাঁদের নির্বাচনী জোটের বাইরে রাখার পর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অখিলেশ সিংহ যাদব বললেন, বিজেপির মতোই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলিকে ভয় দেখানোয় বিশ্বাস করে, হুমকি দেয় রাহুল গাঁধীর দল। বুধবার এখানে নির্বাচনী জনসভায় সমাজবাদী পার্টি (সপা) সভাপতি আরও বলেন, কংগ্রেসের সঙ্গে আমাদের জোট ছিল, কিন্তু দেখেছি, ওরা খুব অহঙ্কারী, ওদের বিরাট ইগো।
অখিলেশের দাবি, কংগ্রেস নয়, বিজেপিকে ঠেকাচ্ছে সপা-বসপা জোট। কংগ্রেসের বিরুদ্ধে শরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেও তিনি বলেন, কেন্দ্রে সরকারে থাকাকালে তাঁর বাবা, সপা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সিবিআই তদন্তের উদ্যোগ নিয়েছিল তারা। এক কংগ্রেসকর্মী এখনও এমন করে চলেছেন বলেও দাবি করেন অখিলেশ। সম্ভবত দুর্নীতি বিরোধী কর্মী বিশ্বনাথ চতুর্বেদীর তাঁর ও তাঁর বাবার হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ সংক্রান্ত একটি পুরানো মামলা জিইয়ে তোলার উদ্যোগকে ইঙ্গিত করেছেন অখিলেশ। মুলায়ম, তাঁর দুই ছেলে অখিলেশ ও প্রতীকের বিরুদ্ধে সম্পত্তি মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন চতুর্বেদী।
২০১৭-য় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়েছিল অখিলেশের। কিন্তু এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে সপা, মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে আসনরফা করলেও কংগ্রেসকে বাইরে রেখেছে। তারা জোটে নিয়েছে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে। কংগ্রেসকে তারা শুধু অমেঠি, রায়বরেলি ছেড়েছে। গাঁধী পরিবারের শক্ত ঘাঁটি এই দুই কেন্দ্রে তাদের জোট কোনও প্রার্থী দেয়নি।
অখিলেশ বলেন, কংগ্রেস সম্পর্কে সবাইকে সাবধান করতে চাই। ওরা শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বিজেপির মতো কংগ্রেসও রাজনৈতিক বিরোধীদের ভয় দেখায়, হুমকি দেয়।. আমরা ভয় দেখানোর রাজনীতি করি না।
বিজেপির ‘নোট বাতিল’ অর্থনীতিকে ধ্বংস করেছে বলে দাবি করে জনগণকে ‘ভোটবন্দি’ করে তাদের যোগ্য জবাব দেওয়ার আবেদন করেন অখিলেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement