এক্সপ্লোর
Advertisement
মণিপুরে আস্থাভোটে বিজেপিকে ভোট, যা করেছি, দলের নির্দেশেই, দাবি একমাত্র তৃণমূল বিধায়কের
কলকাতা: নারদকাণ্ডের আবহে বিরোধীদের হাতে নয়া হাতিয়ার! মণিপুরে বিজেপির পাশে দাঁড়াল তৃণমূল। বিজেপি সরকারের পক্ষে ভোট দিলেন তৃণমূল বিধায়ক। আস্থা ভোটে জয়ী হল বিজেপি সরকার।
মণিপুরে তৃণমূলের একমাত্র বিধায়ক টি রবীন্দ্র সিংহ বিজেপি সরকারের পক্ষে ভোট দেওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে! একদিকে যেখানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব লাগাতার মোদী সরকারকে আক্রমণ করে চলেছে, সেখানে তৃণমূলেরই বিধায়ক বিজেপি সরকারের পক্ষে ভোট দিলেন কী করে, প্রশ্ন উঠেছে। তৃণমূল বিধায়কের স্পষ্ট দা,বি যা করেছেন, দলের নির্দেশে। তাঁর বক্তব্য, দলের (তৃণমূল) শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমি বিজেপিকে সমর্থন করেছি। আমি দলের নির্দেশও অমান্য করিনি, দলের স্বার্থবিরোধী কোনও কাজও করিনি। দল আমাকে যা বলেছে, তাই করেছি। আমি কোনও নির্দেশ অমান্য করলে তো, দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিন্তু তারা তা করেনি। তার মানে দল আমার পাশে আছে।
তৃণমূল বিধায়কের এহেন চাঞ্চল্যকর দাবি জল্পনা আরও বাড়িয়েছে। এ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা মুকুল রায়ের দাবি, ভোটের ফল বেরোনোর পর রবীন্দ্র সিংহ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। কারণ, আমরা তাঁকে বলেছিলাম যদি কংগ্রেস সরকার গড়ার মতো জায়গায় থাকে এবং আমাদের সমর্থন চায়, তাহলে যেন কংগ্রেসকে সমর্থন করা হয়। কিন্তু, সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ে ব্যর্থ হয় কংগ্রেস। তখন রবীন্দ্র সিংহ আমাদের সঙ্গে আলোচনা না করেই বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে চলে যান এবং তাঁদের সঙ্গে রাজভবনে যান। কিন্তু, মণিপুরের দলীয় বিধায়ক যদি দলের নির্দেশ অমান্য করে বিজেপি সরকারের পক্ষে ভোট দিয়ে থাকেন, তাহলে তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? প্রশ্নের মুখে মুকুলের সাফাই, আমরা যে কোনও সময় শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পারি। কিন্তু, আমরা এমন কিছু করতে চাইছি না, যাতে তাঁর জীবনহানির আশঙ্কা তৈরি হয়।
মণিপুরের ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব সিপিএম। বামেদের কটাক্ষ, কেন নারদকাণ্ডে লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে গঠিত এথিক্স কমিটি গত দশ মাসে একবারও বৈঠকে বসেনি, তা বোঝাই যাচ্ছে! নারদে তৃণমূলকে স্বস্তি দিচ্ছে মোদী সরকার! আর পরিবর্তে মণিপুরে মোদীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তৃণমূল! যদিও, এমনটা মানতে রাজি নন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আমরা তৃণমূলের সমর্থন ছাড়াই জিততাম, দাবি করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement