এক্সপ্লোর
শশীকলাকে মুখ্যমন্ত্রী হওয়ার আবেদন লোকসভার ডেপুটি স্পিকারের

চেন্নাই: সদ্য এআইএডিএমকে প্রধান হওয়া শশীকলাকে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আবেদন জানালেন লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই। তিনি আজ শশীকলার সঙ্গে দেখা করার পরে বলেছেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে স্পষ্ট, দল ও সরকারের রাশ একজনের হাতেই থাকা উচিত। আজ পয়েজ গার্ডেনে গিয়ে শশীকলার সঙ্গে দেখা করেন থাম্বিদুরাই। তিনি চিন্নাম্মাকে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করার আর্জি জানান। মন্ত্রিসভার প্রায় সব সদস্যই একই আর্জি জানিয়েছেন। তবে শশীকলা এখনও কোনও জবাব দেননি বলেই জানিয়েছেন থাম্বিদুরাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















