এক্সপ্লোর
Advertisement
ডিএসপি হত্যা: এর চেয়ে লজ্জার কী হতে পারে? মেহবুবা, ওরা সংযম হারালে কিন্তু প্রতিক্রিয়া হবে তীব্র, হুঁশিয়ারি
শ্রীনগর: কাশ্মীরে উন্মত্ত জনতার শীর্ষ পুলিশকর্তাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি লজ্জার, বললেন মেহবুবা মুফতি।
শ্রীনগরের জামা মসজিদের বাইরে মহম্মদ আয়ুব পন্ডিত নামে ডিএসপি-র, জনতার মারে প্রাণ হারানোর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, এর চেয়ে বড় লজ্জার আর কী হতে পারে? জম্মু কাশ্মীর পুলিশ সাহসী বাহিনী, দেশের সেরা পুলিশ বাহিনীগুলির একটি। আইনশৃঙ্খলা সামলানোয় সর্বোচ্চ সংযম দেখাচ্ছে ওরা। কেননা নিজেদের লোকজনেরই মোকাবিলা করছে বলে মনে করে ওরা। কিন্তু কতদিন?
নিহত পুলিশ অফিসারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেদিন ওদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন কিন্তু পরিস্থিতি কঠিন হয়ে পড়বে। জনসাধারণকে আমার আবেদন, এখনও সময় আছে। পুলিশ বাহিনী আমাদের নিজেদের। ওরা আমাদের ঘরেরই ছেলে, ওদের প্রতি এমন ব্যবহার লজ্জাজনক।
ওই অফিসার ব্যক্তিগত কোনও কাজে নয়, জনসাধারণের প্রাণরক্ষা করতেই মসজিদে ঢুকেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, কয়েকদিন আগে ৫ পুলিশকর্মীর পাশাপাশি এক এসএইচও নিহত হলেন, তারপর ডিএসপি। আমি জনসাধারণকে বলছি, যারা আপনাদের রক্ষা করছে, সংযম দেখাচ্ছে, তাদের সঙ্গে এরকম আচরণ করলে একদিন কিন্তু ওরা সংযম হারাতে পারে। ঈশ্বর না করুন, তাহলে কিন্তু এমন দিন আসবে যে, রাস্তায় পুলিশের জিপসি দেখলেই পালাতে হবে আপনাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement