এক্সপ্লোর
Advertisement
ধর্মান্তরনের জন্য নিয়ে যাওয়ার অভিযোগে চার মহিলাকে ট্রেন থেকে নামাল বজরং দলের কর্মীরা
ভোপাল: মধ্যপ্রদেশের সাতনায় চার মহিলাকে ট্রেন থেকে নামাল বজরং দলের কর্মীরা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্মান্তর করার জন্য ওই মহিলাদের পাচার করা হচ্ছে, এই অভিযোগেই ট্রেনে উঠে বিহারের বাসিন্দা ওই চার মহিলাকে ট্রেন থেকে নামাল বজরং দলের কর্মীরা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
জানা গেছে, ওই মহিলারা শিপ্রা এক্সপ্রেসে ইংরেজি শিখতে একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। এরইমধ্যে কয়েকজন যাত্রী ওই মহিলাদের সম্পর্কে সাতনা জেলার বজরং দলের নেতৃত্বকে জানান। তাঁদের অভিযোগ ছিল, ধর্মান্তরিত করার জন্য ওই মহিলাদের নিয়ে যাচ্ছেন এক নান।
এই খবর পাওয়ার পরই সাতনা স্টেশনে ট্রেনে উঠে বজরং দলের কর্মীরা মহিলাদের স্টেশনের বাইরে নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় তহশিলদার বি কে মিশ্র স্টেশনে ছুটে যান। চার মহিলাকে জেলা পুলিশ সুপার সীতারাম যাদবের নেতৃত্বাধীন পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সাতনা জিআরপি-র এক আধিকারিক জানিয়েছেন, ওই চার মহিলাকে জেলা কালেক্টরেটের দফতরে নিয়ে গিয়ে জেরা করা প্রকৃত ঘটনার কথা জানার চেষ্টা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement