এক্সপ্লোর
পুলিশের কোলে চেপে বন্যা পরিস্থিতি পরিদর্শন, বিতর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বন্যা বিধ্বস্ত এলাকা দেখতে গিয়ে দুই পুলিশকর্মীর কোলে চেপে একটি ছোট নালা পার হন তিনি। মুখ্যমন্ত্রীর এধরনের কাজে ইতিমধ্যে সরব বিরোধী দলগুলি।
রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট অরুণ যাদব বলেন, মুখ্যমন্ত্রী জল পেরোতে পারছেন না, এটা অত্যন্ত লজ্জার।
বিরোধীরা আরও অভিযোগ করে, নেতা-মন্ত্রীদের আগমনে বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ। সরকারি হেলিকপ্টার, যেগুলি উদ্ধারকাজের জন্য ব্যবহৃত হচ্ছে, সেগুলি ভিআইপিদের এলাকা পরিদর্শনেই ব্যস্ত হয়ে পড়ছে।
প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে মধ্যপ্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশকিছু জায়গায় পরিস্থিতি বেশ ভয়াবহ। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির।
এর আগে চৌহান বিভিন্ন ত্রাণশিবির ঘুরে দেখেছেন। বন্যাবিধ্বস্তদের জন্য পর্যাপ্ত খাবার, ওষুধপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে সেনাবাহিনীরও সাহায্য নেওয়া হয়েছে। বন্যায় আটকে পড়া মানুষদের নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার জন্য ৩০ টি বোট ব্যবহার করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement