এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে নিষিদ্ধ পদ্মাবতী, কাশ্মীরেও একই দাবি ন্যাশনাল কনফারেন্স নেতার
ভোপাল: রাজস্থান, উত্তরপ্রদেশের পর এবার অপর এক বিজেপি-শাসিত রাজ্য মধ্যপ্রদেশ সরকারও সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবতীর বিরোধিতা করল। আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, তাঁরা রাজ্যে পদ্মাবতী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, এই ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরেও পদ্মাবতীকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে চিঠি দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দর সিংহ রানা।
পদ্মাবতীর বিরোধিতা করে শিবরাজ বলেছেন, ‘আমরা ইতিহাসিক তথ্য বিকৃতি বরদাস্ত করব না। সারা দেশ একসুরে বলছে, ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে। ছবিটির কোনও দৃশ্যে যদি রানি পদ্মাবতীর সম্মানহানি করা হয়ে থাকে, তাহলে ছবিটিকে মধ্যপ্রদেশে দেখাতে দেওয়া হবে না। রানি পদ্মাবতী ভারতীয় নারীর সত্যিকারের প্রতিমূর্তি। আমরা ছোটবেলা থেকে রানি পদ্মাবতীর আত্মত্যাগ ও নিষ্ঠার কথা পড়ে আসছি।’ শিবরাজ আরও বলেছেন, ভোপালে যেখানে দেশের বীর সৈন্যদের স্মৃতিফলক তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, সেখানেই রানি পদ্মাবতীরও স্মৃতিফলক তৈরি করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement