মধ্যপ্রদেশে পুলিশ নিয়োগ: পুরুষ ও মহিলাদের শারীরিক পরীক্ষা একসঙ্গে, ছিলেন না মহিলা চিকিৎসকরা
ভিন্দ (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, জেলা হাসপাতালে পুরুষ ও মহিলা পদপ্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা একই ঘরে করা হয়। তার চেয়েও বড় অভিযোগ, মহিলা পদপ্রার্থীদের পরীক্ষাও করেন পুরুষ চিকিৎসকরা। ঘরে কোনও মহিলা চিকিৎসক উপস্থিত ছিলেনই না।
খবরে প্রকাশ, মেডিক্যাল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন ১৮ জন মহিলা পদপ্রার্থী। অভিযোগ, তাঁদের সামনেই পুরুষদের নগ্ন করা হয়। এতে, পুরুষ পদপ্রার্থীরা অস্বস্তিতে পড়ে যান। পাশাপাশি, মহিলা কনস্টেবল পদে আবেদন করা প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য কোনও মহিলা চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ উঠেছে। মহিলাদের পরীক্ষা করেন পুরুষ চিকিৎসকরা। এতে, অস্বস্তিতে পড়েন মহিলারাও।
কেউ একজন গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে, বিষয়টি প্রকাশ্যে আসে। এই প্রথম নয়। গত সপ্তাহে, পুরুষ কনস্টেবল পদে আবেদনকারীদের শারীরিক পরীক্ষার সময় তাঁদের বুকে জাত লিখে দেয় জেলা হাসপাতাল। এই নিয়ে তুমুল বিতর্ক হয়। বাধ্য হয়ে, ঘটনার তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। সেই বিতর্কের আঁচ থামার আগেই ফের নতুন বিতর্ক।