এক্সপ্লোর
Advertisement
ফেসবুকে কালেক্টরকে খুনের হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, মধ্যপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ভোপাল: ফেসবুক পোস্টে সাংসদ জ্যোতি ধ্রুবের বিরুদ্ধে জাত সংক্রান্ত জাল শংসাপত্র পেশ করার অভিযোগ করেন মধ্যপ্রদেশের বেতুলের এক ব্যক্তি। তিনি আরও লেখেন, কালেক্টর শশাঙ্ক মিশ্র কোনও ব্যবস্থা না নিলে তাঁকে খুন করবেন তিনি। পুরনো একটি ছবি দিয়ে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে কটাক্ষ করেন তিনি। এর জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। তবে তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।
বেতুলের কোতয়ালি থানার টাউন ইন্সপেক্টর রাজেশ সাহু জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম নিমিষ সরিয়াম। তাঁর বিরুদ্ধে গতকাল রাতে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বেতুল কেন্দ্র থেকে ধ্রুবের বিরুদ্ধে লড়াই করে হেরে যাওয়া প্রয়াত কংগ্রেস নেতা ওঝারাম ইভানে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী গোন্দ উপজাতির। ২০১৪ সালেও ধ্রুবের বিরুদ্ধে জাল শংসাপত্র পেশের অভিযোগ করেন শঙ্কর পেনদ্রাম। ২০১৭-র ১ এপ্রিল মধ্যপ্রদেশ সরকারের উচ্চপর্যায়ের কমিটি জানায়, ধ্রুবের বিরুদ্ধে জাল শংসাপত্র পেশের অভিযোগ ঠিক। তিনি তফশিলি উপজাতির নন। যদিও ২০১৬ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে গঠিত একটি কমিটি এই বিষয়টি ফের খতিয়ে দেখার কথা জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement