LIVE UPDATES: মহারাষ্ট্রে নতুন জটিলতা, শিবসেনাকে আর সময় দিতে নারাজ রাজ্যপাল, সরকার গঠনে পওয়ারদের ২৪ ঘণ্টা সময়, কংগ্রেসের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানাল এনসিপি
LIVE
Background
মুম্বই: বিজেপি সরে গিয়েছে আগেই। এনডিএ-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মসনদ দখলের জোরদার চেষ্টা করছে শিবসেনা। বিজেপির সব থেকে পুরনো এই জোটসঙ্গী এবার এনডিএ ছাড়তে চলেছে, তাদের সদস্য, কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ সাবন্ত ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। সম্ভবত আজই মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে ছবিটা স্পষ্ট হবে।
এনসিপির শর্ত মেনেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনা প্রতিনিধি। সরকার গড়ার ব্যাপারে আজ বৈঠকে বসছে এনসিপি কোর কমিটি। পাশাপাশি এনসিপি জোটসঙ্গী কংগ্রেসও আজ বেলা ১০টায় বৈঠকে বসছে, সেনাকে সমর্থন করে সরকার গড়া হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে তারা। বৈঠক হবে ১০ জনপথে, নেতৃত্ব দেবেন সনিয়া গাঁধী। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, হাইকম্যান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তবে তাঁদের প্রকৃত সিদ্ধান্ত ছিল বিরোধী আসনে বসার, কারণ সেটাই ছিল মানুষের রায়।
১৬ দিন আগে বেরিয়ে গিয়েছে মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফল। কোনও দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি, তবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা ছিল বিজেপি-সেনা জোটের কাছে। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে দু’দলের তুমুল ঝামেলা বাধে, ভেঙে যাওয়ার জায়গায় চলে যায় জোট। একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি সরকার গড়ার অপারগতা জানানোয় রবিবার রাতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি শিবসেনাকে সরকার গড়তে আমন্ত্রণ জানান। আজ সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়া হয়েছে।
সেনা কিছুদিন ধরে ইঙ্গিত দিচ্ছিল, বিরোধী এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে তাদের আপত্তি নেই। কিন্তু এনসিপি-কংগ্রেস উভয়েই জানায়, তারা বিরোধী আসনে বসবে। তবে শিবসেনা সরকার গড়ার আমন্ত্রণ পাওয়ায় নতুন করে শুরু হয় রাজনৈতিক দর কষাকষি। এত বছর এক সঙ্গে ঘর করার পর অবশেষে বিজেপির হাত ছাড়তে চলেছে তাদের সর্বপ্রথম জোটসঙ্গী শিবসেনা। এনসিপির শর্ত মেনে ইতিমধ্যেই মন্ত্রিসভা ছেড়েছে তারা। রাজ্যপালের ডাক পাওয়ার পর সেনা বিধায়করা সকলে জড়ো হয়েছেন পার্টি প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন বান্দ্রার মাতোশ্রীতে, এতদিন বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কায় তাঁদের হোটেলে রাখা হয়েছিল।
২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ১০৫। এরপর শিবসেনা, তাদের সদস্যসংখ্যা ৫৬, সরকার গড়তে প্রয়োজনীয় ১৪৫ বিধায়কের থেকে অনেক কম। ওদিকে এনসিপি বিধায়ক রয়েছেন ৫৪ জন, কংগ্রেসের ৪৪। অর্থাৎ সেনার সঙ্গে দুই বিরোধী দল হাত মেলালে সরকার গড়া যেতে পারে।
বিজেপি কোর কমিটিও দেবেন্দ্র ফড়ণবীশের নেতৃত্বে আজ মুম্বইয়ে বৈঠকে বসছে।