এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে পুরভোটের আগে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শিবসেনা
মুম্বই: ভেঙে গেল মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপির ২৫ বছরের পুরানো জোট। গতকাল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন।মহারাষ্ট্রে আসন্ন পুরসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের দুই শরিক দলের এই বিচ্ছেদের ঘোষণা অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ। গোরেগাঁও-এ দলের এক জনসভায় ঠাকরে বলেন, আমরা ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরে বেড়াব না। জোটের ফলে আমাদের ২৫ বছর সময় নষ্ট হয়ে গিয়েছে। পুরসভা নির্বাচনে এবার একক শক্তিতে লড়াই করবে শিবসেনা। বিজেপির সঙ্গে কোনও জোট হবে না।
এই ঘোষণা করতে গিয়ে ঠাকরে বিজেপির তীব্র সমালোচনা করেছেন। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে ছাড়েননি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক শিবসেনা প্রধান। তিনি বলেন, বিজেপি তো মহাত্মা গাঁধীকেও রেয়াত করছে না। খাদি গ্রামোদ্যোগ কমিশনের ক্যালেন্ডার ও ডায়েরিতে মোদীর ছবি ব্যবহারের প্রসঙ্গ তুলে এভাবে বিজেপিকে তোপ দাগেন ঠাকরে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী হবে বলেও সমর্থকদের প্রবল হর্ষধ্বনির মধ্যে মন্তব্য করেন বালা সাহেবের পুত্র।
উদ্ধব ঠাকরে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও নিশানা করেন।
উল্লেখ্য, পুরসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিজেপি ও শিবসেনার আলোচনা ব্যর্থ হওয়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। বিজেপির রাজ্য শাখাও একক শক্তিতে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এগোচ্ছিল।
এখন প্রশ্ন শিবসেনা কি রাজ্য সরকার ছেড়েও বেরিয়ে আসবে? মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ আসনের মধ্যে বিজেপির আসন ১২২। শিবসেনার ৬৩। কংগ্রেসের ৪২ এবং এনসিপি-র আসন সংখ্যা ৪১। নির্দল সদস্য সংখ্যা ২০।
সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৫। এই অবস্থায় শিবসেনা সমর্থন তুলে নিলে বিজেপি সংখ্যালঘু হয়ে পড়বে। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের এনসিপি বিজেপি সরকারকে সমর্থন করবে কিনা, তা নিয়ে রাজ্য রাজনাতিতে জল্পনা শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement