এক্সপ্লোর
কাশ্মীরের জন্য কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুতে হামলা চালানো হবে, ভিডিও বার্তায় হুমকি আল-কায়দার
![কাশ্মীরের জন্য কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুতে হামলা চালানো হবে, ভিডিও বার্তায় হুমকি আল-কায়দার Make Kolkata and Delhi war zone to rescue Kashmir, says Al-Qaeda in new video কাশ্মীরের জন্য কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুতে হামলা চালানো হবে, ভিডিও বার্তায় হুমকি আল-কায়দার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/27170510/TERROR.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কাশ্মীরকে ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরে যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি দিল বিশ্বত্রাস জঙ্গি সংগঠন আল-কায়দা। এক ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়দার সেকেন্ড-ইন-কম্যান্ড উসামা মেহমুদ বলেছে, ‘ভারতীয় সেনাবাহিনী ও হিন্দু সরকারের শান্তিপূর্ণ বিশ্বকে যুদ্ধক্ষেত্র বানাতে হবে। জিহাদ যাতে শক্তিশালী হয়, তার জন্য কাশ্মীরের মানুষের পাশে দাঁড়াতে হবে মুসলিমদের।’
পাকিস্তানের সেনাবাহিনীরও সমালোচনা করে এই জঙ্গি নেতা বলেছে, ভারতে অনুপ্রবেশের পরেও মুজাহিদিনদের হামলার ছক বাতিল করতে বাধ্য করা হয়েছে। এর আগে ২০১৫ সালে এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামের শত্রু বলে অভিহিত করেছিল আল-কায়দা। এবার কলকাতা সহ বিভিন্ন শহরে হামলার হুমকি নিরাপত্তা সংস্থাগুলির কাছে নিঃসন্দেহে চিন্তার।
মঙ্গলবার রাতে আল-কায়দার এই ভিডিও প্রকাশিত হয়েছে। একটি বন্ধ ঘরে কয়েকটি ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছে ৪২ মিনিটের এই ভিডিও। তবে কবে, কোথায় এই ভিডিও তৈরি করা হয়েছে, সেটা জানানো হয়নি। চোস্ত উর্দুতে মেহমুদ বলেছে, কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব নয়। কাশ্মীরই সব সমস্যার কারণ। উপমহাদেশের সব মুসলিমকেই জিহাদে যোগ দিতে হবে।
গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, মেহমুদের জন্ম ইসলামাবাদে। সে গত কয়েক বছর ধরেই আল-কায়দার মিডিয়া বিভাগের প্রধান। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতির ফলে বিশেষ সুবিধা করতে পারছে না আল-কায়দা। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি শক্তি বাড়িয়েছে। তাই কোণঠাসা হয়ে পড়েই কাশ্মীরের তরুণদের দলে টানার লক্ষ্যে এটা আল-কায়দার কৌশল হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)