মমতা নিজেই রাজনৈতিক হিংসার শিকার, তাঁর আমলেই রাজনৈতিক খুনে বিস্মিত হচ্ছি: সুষমা স্বরাজ
‘পিপলস ট্রাইবুনাল অন পলিটিক্যাল ভায়োলেন্স ইন বেঙ্গল’, শীর্ষক এই গণশুনানির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী।
নয়াদিল্লি: বুধবার দিল্লিতে মৃত বিজেপি কর্মীদের পরিবারের গণশুনানিতে হাজির ছিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ‘পিপলস ট্রাইবুনাল অন পলিটিক্যাল ভায়োলেন্স ইন বেঙ্গল’, শীর্ষক এই গণশুনানির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। ২৩ জন নিহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবার সহ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সামনেই সুষমা স্বরাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজনৈতিক হিংসার ঘটনায় সরব হন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজনৈতিক হিংসার শিকার। তাঁর আমলেই রাজনৈতিক হিংসার কারণে খুনের ঘটনা ঘটছে। আমি বিস্মিত।”
এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ক্ষমতার জন্য একজন কীভাবে এতটা বর্বরোচিত কাজ করতে পারে, জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে? অকল্পনীয়। তাঁদের (নিহত) কোনও দোষ নেই। তাঁরা মতাদর্শগত কারণেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন।”