এক্সপ্লোর
‘দঙ্গল’ ছবির জাতীয় সঙ্গীতের দৃশ্যে উঠে না দাঁড়ানোয় প্রৌঢ়ের মুখে ঘুঁষি মদ্যপের

মুম্বই: সিনেমা হলে দঙ্গল ছবি চলাকালীন জাতীয় সঙ্গীতের দৃশ্যে উঠে না দাঁড়ানোয় প্রহৃত হলেন এক প্রৌঢ়। গোরেগাঁওয়ের একটি সিনেমা হলে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শিরীষ মধুরকর (৫২)। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জেরায় শিরীষ বলেছে, সে ছবি দেখতে ঢোকার আগে মদ খেয়েছিল। নেশার ঘোরে জাতীয়তাবাদী আবেগ ধরে রাখতে পারেনি। তার বশেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে।
অমলরাজ দসান (৫৯) নামে প্রহৃত ব্যক্তির অভিযোগ, তিনি স্ত্রীর সঙ্গে দঙ্গল দেখতে গিয়েছিলেন। ছবি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়িয়েছিলেন। সেই সময় তাঁরা ছাড়া অন্য কেউ উঠে দাঁড়ায়নি। কিন্তু ছবির একটি দৃশ্যে জাতীয় সঙ্গীত থাকায় হঠাৎই এক মদ্যপ ব্যক্তি অশ্রাব্য গালিগালাজ শুরু করে সবাইকে উঠে দাঁড়াতে বলে। কিছু বুঝে ওঠার আগেই সে তাঁর মুখে ঘুঁষি মারে। মার খেয়ে তিনি পড়ে যান। এরপর নিরাপত্তারক্ষীরা ছুটে এসে আক্রমণকারীকে ধরে ফেলে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতা, প্রযোজক ও সেন্সর বোর্ডের কাছে অমলরাজের আবেদন, ছবির কোনও দৃশ্যে যদি জাতীয় সঙ্গীত থাকে, তাহলে যেন দর্শকদের আগাম জানিয়ে দেওয়া হয়। না হলে ফের কেউ আক্রান্ত হতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
