এক্সপ্লোর
Advertisement
মদ খেতে লাগবে, কেন জল ভরেনি? পিটিয়ে বৃদ্ধ বাবাকে মেরে গ্রেফতার ছেলে
নয়াদিল্লি: মদের গ্লাসে ভরার জল না পেয়ে দক্ষিণ পশ্চিম দিল্লির বিন্দাপুরে ৭৫ বছরের বাবাকে পিটিয়ে মারল ছেলে!
এমটিএনএলের প্রাক্তন লাইনম্যান, রামকুমার নামে ওই বৃদ্ধের খুশিরাম পার্ক এলাকায় দুটি বাড়ি। একটি ছেলে চেতনের দখলে। রামকুমারের স্ত্রী মারা গিয়েছেন। ছেলে চেতনের স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে। চেতন ই-রিক্সা চালায়। ফলে ঘরের সব কাজকর্ম রামকুমারকেই করতে হত। আপত্তি করলেই জুটত ছেলের মার।
গত কয়েকদিন ধরেই নাকি জল সরবরাহ বন্ধ রয়েছে পাড়ায়। ঘটনার প্রত্যক্ষদর্শী চেতনের মেয়ে তানিয়া পুলিশকে জানিয়েছে, শুক্রবার রাতে চেতন বাড়ি ফিরে টিভি দেখছিল। বোতল থেকে গ্লাসে মদ ঢেলে তাকে জল নিয়ে আসতে বলে সে। ঘরে জল নেই, জানাতেই চেতন উঠে গিয়ে চিত্কার করে রামকুমারের কৈফিয়ত চায়, কেন জল ভরা হয়নি! শরীর ভাল না থাকায় জল ভরতে পারেননি বলে জানান রামকুমার। সেইসঙ্গে বলেন, জমানো জল যেটুকু আছে, তা দিয়ে ঘরের কাজ করতে হবে, মদ খাওয়ার জন্য নয়।
ক্ষিপ্ত চেতন ঘরে থাকা লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান রামকুমার। তাঁর চিত্কার শুনে পাড়াপড়শীরা ছুটে এলে তাঁদেরও শাসায় চেতন।
গ্রেফতার করা হয়েছে তাকে। রুজু হয়েছে খুনের মামলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement