এক্সপ্লোর
মিরাটে ‘চকোলেট’ বলে মুখে শব্দবাজি ঢুকিয়ে ফাটাল যুবক! জখম ৩ বছরের মেয়ে, তদন্তে পুলিশ

মিরাট: দেওয়ালির বাজি অভিশাপ ডেকে আনল মিরাটের তিন বছরের মেয়ে আয়ুশির জীবনে। এক যুবক তার মুখে ‘সুতলি বোমা’ পুরে দিয়ে ফাটিয়েছে বলে অভিযোগ। মারাত্মক জখম আয়ুশি সঙ্কটাপন্ন অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে। মঙ্গলবার থেকে বেপাত্তা হরপাল নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সারধানা থানায় আয়ুশির বাবার দায়ের করা অভিযোগ অনুসারে, এটা চকোলেট, এই বলে আচমকা তাঁর শিশুকন্যার মুখে শব্দবাজি ঢুকিয়ে দেয় হরপাল, তারপর তার সুতোয় আগুন ধরায়। যদিও সারধানার এসএইচও কপিল প্রশান্ত জানান, প্রাথমিক তদন্তে বেরিয়েছে যে, মেয়েটি আধা ফাটা শব্দবাজি কুড়িয়ে নিয়ে ফাটাতে গেলেই বিপত্তি হয়। বিস্ফোরণে তার মুখে আঘাত লাগে। ঘটনার সময় হরপাল মেয়েটির বাড়ির অদূরে বাজি ফাটাচ্ছিল। তবে হরপাল তাঁদের বাড়িতে ঢুকেছিল বলে দাবি মেয়েটির বাবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















