এক্সপ্লোর
Advertisement
অনশন অবস্থানে কপিল মিশ্রের ওপর হামলা, আপের লোক, দাবি হামলাকারীর
নয়াদিল্লি: অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে বোমা ফাটিয়ে শিরোনামে আসা বিদ্রোহী আমআদমি পার্টি (আপ) বিধায়ক কপিল মিশ্রের সত্যাগ্রহ অবস্থানে চাঞ্চল্য। নিজেকে আপ কর্মী বলে দাবি করে জনৈক অঙ্কিত ভরদ্বাজ আচমকা বুধবার বিকালে কপিলের অবস্থানে চড়াও হয়, কপিলের ওপর হামলা করে বলে অভিযোগ। কপিলের ওপর ঝাঁপিয়ে পড়া লোকটিকে অবশ্য দ্রুত কাবু করে ফেলেন সেখানে থাকা পুলিশকর্মীরা।
আপ লোকটি তাদের দলের লোক বলে দাবি করলেও তা অস্বীকার করেছে। বরং তাদের দাবি, অঙ্কিত বিজেপির যুব মোর্চার সদস্য। যথারীতি সেই দাবি নাকচ করেছে বিজেপি যুব শাখাও।
কপিল নিজেও লোকটি আপের স্বেচ্ছাসেবক কিনা, সে ব্যাপারে কিছু বলেননি। তবে তাঁর দাবি, লোকটি তাঁকে খুনের হুমকি দিয়েছে। অঙ্কিতকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে, কপিল দলের সঙ্গে প্রতারণা করেছেন, তাই সে এ ঘটনা ঘটাল। কেউ আমাকে এখানে পাঠায়নি, নিজেই এসেছি আমি, আমি আপের স্বেচ্ছাসেবক। ট
প্রসঙ্গত, আপের নেতা-মন্ত্রীদের বিদেশ সফরে কত খরচ হয়েছে, সেই টাকা কোথা থেকে এসেছে, প্রকাশের দাবিতে অবস্থানে বসেছেন কপিল। তিনি সম্প্রতি দাবি করেন, কেজরীবালকে দু কোটি টাকা ঘুষ নিতে দেখেছেন। মন্ত্রিসভা থেকে অপসারিত হয়েই তিনি এই দাবি করেন। তার অভিযোগে শোরগোল ছড়ায়। তাঁকে আপের প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement