এক্সপ্লোর
৫৮ বছরের মহিলাকে ধর্ষণ, গোপনাঙ্গে ক্ষুরের আঘাত, গ্রেফতার অভিযুক্ত

ছিন্দওয়াড়া: ৫৮ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ এবং তাঁর গোপনাঙ্গে ক্ষুর দিয়ে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পারাসিয়া থানা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সুখলাল বলভী (২৫)। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। নিউটাউন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইন্সপেক্টর দীপক সোন্টি আরগুলাওয়ার বলেছেন, নির্যাতিতা মহিলা একটি নির্মাণক্ষেত্রে শ্রমিকের কাজ করেন। তিনি একটি বাড়িতে একাই থাকতেন। গতকাল রাতে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে চড়াও হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















