তুকতাক করে মেরে ফেলেছে মাকে! বৃদ্ধাকে শ্বাসরোধ, কুপিয়ে খুন
পটনা: কালো জাদু করার অভিযোগে ৭৫ বছরের এক বৃদ্ধাকে খুন করল এক ব্যক্তি। তার দাবি, ওই মহিলার তুকতাকের ফলে মৃত্যু হয়েছে তাঁর মায়ের। অসুস্থ হয়েছে তার সন্তানরা। ঘটনাস্থল বিহার।
খবরে প্রকাশ, রবিবার রাতে মুজফ্ফরপুরের ভাটোলিয়া গ্রামের বাড়িতে নাতির সঙ্গে ছিলেন রাজ কিশোরী নামে ওই বৃদ্ধা। এমন সময় তারকেশ্বর রাণা নামে অভিযুক্ত ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, প্রথমে গলা টিপে হত্যা করে পরে কিশোরীর ওপর এলোপাথারি কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে তারকেশ্বর। ঘটনার সময় বৃদ্ধার ছেলে ও পুত্রবধূ বাড়িতে ছিলেন না।
এই কাণ্ড ঘটিয়ে তারকেশ্বর গোটা গ্রামে তা চিৎকার করে বলে বেড়াতে শুরু করে। অভিযুক্ত দাবি করে, কিশোরীর তন্ত্রমন্ত্রের জন্যই গত শনিবার তার মা মারা গিয়েছেন। এমনকী, অসুস্থ হয়ে পড়েছে তার শিশুরা।
যদিও, গ্রামবাসীদের দাবি, তারকেশ্বরের মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার ছোট ভাই চিকিৎসার জন্য মাকে নিয়ে গিয়েছিলেন বেঙ্গালুরুতে।
গ্রামবাসীরা আরও জানান, তারকেশ্বর একজন মদ্যপ। প্রায়ই সে মদ্যপ অবস্থায় স্ত্রী ও ছেলেমেয়েকে মারধর করত। যার জেরে তারা বাড়ি থেকে চলে যায়। বর্তমানে তারকেশ্বর পলাতক।