এক্সপ্লোর
বউয়ের সঙ্গে ঝগড়া !১৮ মাস ও ৩০ মাসের দুই কন্যা সন্তানের পা বেঁধে জঙ্গলে ফেলে এল বাবা
![বউয়ের সঙ্গে ঝগড়া !১৮ মাস ও ৩০ মাসের দুই কন্যা সন্তানের পা বেঁধে জঙ্গলে ফেলে এল বাবা Man Leaves Baby Daughters To Die Locals Rescue Them বউয়ের সঙ্গে ঝগড়া !১৮ মাস ও ৩০ মাসের দুই কন্যা সন্তানের পা বেঁধে জঙ্গলে ফেলে এল বাবা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/22184316/husbend-wife.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রামপুর: বউয়ের সঙ্গে ঝগড়া। রাগের মাথায় নিজের ১৮ মাস ও ৩০ মাসের দুই কন্যা সন্তানকে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে রেখে এল বাবা। স্থানীয় গ্রামবাসীর তত্পরতায় অবশেষে উদ্ধার দুই শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে।
পুলিশ সূত্রে খবর, তারা অভিযুক্ত ব্যক্তি মহম্মদ রফির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি, কারণ এর ফলে শিশুগুলোরই ভবিষ্যত স্বার্থ লঙ্ঘিত হত। তবে জানা গিয়েছে নিজের সন্তানদের জঙ্গলে রেখে আসার পরই খারাপ লাগে মহম্মদ রফির। কিন্তু তারপর সে জঙ্গলে ফিরে গেলেও নিজের দুই সন্তানকে আর খুঁজে পায়নি।
সিভিল লাইন থানার ইন্সপেক্টর ওয়াহিদ খান জানিয়েছেন, মহম্মদ রফির দিল্লিতে তার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছিল। তখন রাগের মাথায় সে তার দুই সন্তানকে রামপুরে এনে তাদের পা বেঁধে জঙ্গলে ফেলে চলে আসে। ঘটনাটি ওখানকার এক স্থানীয় গ্রামবাসী মহম্মদ আকবরের নজরে আসে। ওই ব্যক্তিই পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাচ্চা দুটিকে রামপুর থানায় নিয়ে যায়। এরপর মহম্মদ রফি একাধিকবার তার সন্তানদের ফেরৎ চাইলে দিতে অস্বীকার করে পুলিশ। পরে শিশু দুটি মাকে আসতে দেখে কেঁদে ওঠে। তারপরই পুলিশ বাচ্চা দুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)