এক্সপ্লোর
বিয়ের আগে 'রীতি ভেঙে' প্রেমিকার সঙ্গে দেখা করায় গুলি, বিহারে হত যুবক

পটনা: বিয়ের মাসখানেক বাকি থাকতে সামাজিক রীতি ভেঙে হবু বউয়ের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করার অভিযোগে পাত্রকে গুলি করে খুন করল মেয়ের কাকা। বিহারের কাইমুর জেলার ভাবুয়া থানার দমদম গ্রামের ঘটনা। মণীশ পটেল নামে ২২ বছর বয়সি যুবকের সঙ্গে প্রেম হয় বছর কুড়ির মেয়েটির। দুজনের বাবা-মায়ের সম্মতিতে গত মাসে ঠিক হয়, ৬ জুন বিয়ে হবে তাদের। গ্রামবাসীরা জানান, মণীশকে তাদের ঘরের মেয়ের সঙ্গে কথা বলতে দেখে ক্ষেপে ওঠে পাত্রীর দুই কাকা। কথাকাটাকাটি হয়। আচমকা তাদের একজন পিস্তল বের করে মণীশের বুকে গুলি চালিয়ে দেয়। পাত্রী, তার বাবা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সার মাঝখানেই মৃত্যু হয় মণীশের। মণীশের মারা যাওয়ার জন্য হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় অবহেলাকেও দায়ী করেছে তার পরিবার। তারা দেহ নিয়ে ভাবুয়ার জয় প্রকাশ চকে রাস্তা অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধ হটিয়ে দেয়। মণীশের বাবার অভিযোগের ভিত্তিতে মেয়েটির দুই কাকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুজনের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















