এক্সপ্লোর
Advertisement
ওড়িশার মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো
বারগড়: বারগড় জেলায় গতকাল এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টায়ায়েককে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো। নিরাপত্তারক্ষীদের তত্পরতায় মুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি। জুতো গিয়ে লাগে এক নিরাপত্তারক্ষীর দেহে। যে ব্যক্তি জুতো ছুঁড়ছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নবীনকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওযা হয়।
বেজিপুর বিধানসভা কেন্দ্রের কুম্ভারি গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। সেখানে ওই আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে রোড শো করার পর ভাষণ দিচ্ছেলেন মুখ্যমন্ত্রী।
অভিযুক্ত বারগড় জেলারই বুদ্ধপল্লি গ্রামের বাসিন্দা। তাঁর নাম কার্তিক মেহের। জুতো ছোঁড়ার পর কার্তিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ায় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। কার্তিককে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে বিজেপির একটি পতাকা উদ্ধার করা হয়েছে। যদিও কার্তিক দাবি করেছেন, তিনি বিশেষ কোনও দলের সমর্থক নন। ভোটের আগে নেতাদের ভাষণ দেওয়ার বিরোধিতা করেন তিনি।
উল্লেখ্য, বিজেপুরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।
অভিযুক্তর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন ওড়িশার বিজেপি নেতা গোলক মহপাত্র। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার ঘটনার নিন্দা করেছে বিজেডি, বিজেপি এবং কংগ্রেস।
উল্লেখ্য, তিন সপ্তাহ আগেই বালেশ্বর জেলায় তালসারি তট উত্সবে ভাষণ দেওয়ার সময় এক মহিলা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিলেন। ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পরে মুখ্যমন্ত্রীর আর্জিতেই তাঁর বিরুদ্ধে দায়ের অভিযোগ প্রত্যাহার করে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement