এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কাঠুয়া-উন্নাওয়ের পর চুপ কেন? মোদীকে মনমোহনের কটাক্ষ, আমাকে দেওয়া পরামর্শ নিজে মানুন, দেশের স্বার্থে মুখ খুলুন
নয়াদিল্লি: দেশে সম্প্রতি ঘটে যাওয়া দুটি নৃশংস ধর্ষণকাণ্ডের পর দীর্ঘসময় নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঠুয়া এবং উন্নাওকাণ্ডে দেশজুড়ে যখন সমালোচনা, প্রতিবাদের ঝড়, তখন শুধু নীরবতা ভেঙে মোদী বলেন, আসল অপরাধীরা ছাড়া পাবে না, শাস্তি হবে। কিন্তু দেশের উত্তাল পরিস্থিতির মধ্যে দীর্ঘ নীরবতার পর মোদীর এই মন্তব্যের জন্যে তাঁকে কড়া ভাষায় বিঁধলেন পূর্বসূরী মনমোহন সিংহ।
প্রসঙ্গত, মনমোহন সিংহের প্রধানমন্ত্রীত্বকালে হামেশাই মোদী তাঁকে আক্রমণ করতেন যে দেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে মুখ খুলতে হবে তাঁকে। নিজের বক্তব্য আরও স্পষ্ট করে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবার সেই পরামর্শই সম্পর্কেই মনমোহন বললেন মোদীর নিজের মেনে চলা উচিত সেই উপদেশ। গত শুক্রবার অম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথম কাঠুয়া ও উন্নাও প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারতের মেয়েরা বিচার পাবে, অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না।
অথচ একসময় মনমোহনকেই মৌন-মোহন বলে কটাক্ষ করত বিজেপি। অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছেন, যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁদের সময়মতো মুখ খোলা প্রয়োজন। কারণ, তা না হলে সমর্থকরা সঠিক দিশা পায় না।
২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর, তৎকালীন কংগ্রেস সরকার ধর্ষণ আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনেছিল। এবারও শাসক শিবিরকে কঠিন হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বলেও মন্তব্য করেন মোদীর প্রাক্তন।
কাঠুয়া প্রসঙ্গে মনমোহন সিংহ বলেন, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যদি শুরু থেকে কঠোর হাতে মামলাটির ওপর নিজে নজরদারি করতেন, তাহলে এভাবে বিচারপ্রক্রিয়ায় দেরি হত না, পরিস্থিতি জটিল হয়ে যেত না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement