এক্সপ্লোর
Advertisement
শিক্ষকতায় ফিরছেন মনমোহন, ধাত্রীগৃহেই দেবেন লেকচার
চণ্ডীগড়: পঞ্চাশ বছর আগে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে শেষবারের মতো লেকচার দিয়েছিলেন মনমোহন সিংহ। এবার সেই পুরানো বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে ফিরছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের তাঁকে দেওয়া জওহরলাল নেহরুর নামাঙ্কিত অধ্যাপক পদ গ্রহণ করেছেন মনমোহন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর পড়ানো সংক্রান্ত ব্যাপারে পরিকাঠামো সংক্রান্ত সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করা হয়েছে। তিনি এখানে পড়ানো এবং পড়ুয়াদের সঙ্গে ভাব বিনিময়ের জন্য আসতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণ কুমার গ্রোভার। চণ্ডীগড় সফরের সময় তিনি বক্তৃতা দিতে পারেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও লেকচার দিতে পারেন।
১৯৫৪ সালে এই বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনমোহন। ১৯৫৭-তে সিনিয়র লেকচার হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৬৬-তে শিক্ষকতার পেশা ছেড়ে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সচিবালয়ে ইকনমিক অ্যাফেয়ার্স অফিসার পরে যোগ দেন।
উপাচার্য জানিয়েছেন, কয়েকমাস আগে চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে প্রাক্তন উপাচার্য আরপি বামবাহ মনমোহনকে দিয়ে পড়ানোর প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন। বামবাহর এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা জানিয়েছিলেন মনমোহন।
উপাচার্য জানিয়েছেন, একবার এখানে এসে লেকচার দিলে পরে পড়ুয়ারা দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন।
বামবাহ বলেছেন, পড়ুয়াদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের ভাববিনিময়ের জন্যই পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিশেষ পদ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন বিভাগ অনুপ্রাণিত হবেন।
বামবাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে কোনও গবেষণার কাজে যোগ দেবেন না মনমোহন। তিনি পড়ুয়া এবং বিভিন্ন বিভাগের সঙ্গে মত বিনিময় এবং তাঁদের উত্সাহ দেবেন।
উল্লেখ্য, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও পরবর্তীকালে শিক্ষকতার পেশাতেই ফিরে যান। পড়ুয়াদের সামনে মঞ্চে ভাষণ দেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement