এক্সপ্লোর
Advertisement
খুবই অসুস্থ পর্রীকর, ঈশ্বরের দয়ায় বেঁচে আছেন, ওঁর কিছু হয়ে গেলে গোয়ায় রাজনৈতিক সঙ্কট তৈরি হবে, বললেন গোয়ার ডেপুটি স্পিকার
পানাজি: মনোহর পর্রীকর খুবই অসুস্থ, তিনি ঈশ্বরের করুণায় বেঁচে আছেন বলে দাবি করলেন গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার মাইকেল লোবো। লোবো এও বলেছেন, যেদিন পর্রীকর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাবেন বা তাঁর কিছু হয়ে যাবে, সেদিন গোয়ায় রাজনৈতিক সঙ্কট দেখা দেবে। লোবো রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাও।
৬৩ বছরের পর্রীকর প্যাংক্রিয়াসের অসুখে ভুগছেন। গত বছর থেকে দিল্লি, নিউইয়র্ক, মুম্বই, গোয়ার হাসপাতালে নানা সময়ে চিকিত্সা চলছে তাঁর। গত ৩১ জানুয়ারি তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। লোবো বলেছেন, ওনার যে অসুখ হয়েছে, তার কোনও চিকিত্সা নেই। পর্রীকর মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত কোনও রাজনৈতিক সঙ্কট হবে না। কিন্তু যেদিন তিনি স্বাস্থ্যের কারণে সরে যাবেন বা তাঁর কিছু হয়ে যাবে, রাজনৈতিক সঙ্কট তৈরি হবে। উনি খুবই অসুস্থ। ভগবানের আশীর্বাদেই উনি জীবিত রয়েছেন, কাজকর্ম করছেন।
পর্রীকর গোয়ায় জোট সরকারের মাথায় রয়েছেন। সমর্থন করছে গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। তিন নির্দল বিধায়কও পাশে আছেন।
গতকালই বিশ্ব ক্যান্সার দিবসে পর্রীকর ট্যুইট করেন, মনের জোরে যে কোনও রোগ জয় করা যায়।
গত সপ্তাহেই নাকে নল লাগানো অবস্থায় বিধানসভা ভবনে আসেন তিনি, বাজেট পেশ করেন।
এই লোবোই এর আগে দাবি করেছিলেন, দীর্ঘদিন দপ্তরে আসছেন না, স্বাস্থ্যের কারণে ইস্তফা দিন পর্রীকর।
শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি অতীতে মাইনিং শিল্প সহ নানা ইস্যুতে পর্রীকর সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। তাদের বরাবরের দাবি, তাদের নেতা সুদিন ধাবালিকরকে মুখ্যমন্ত্রী করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement