এক্সপ্লোর
Advertisement
ভারত-ইজরায়েলের বিয়ে স্বর্গে ঠিক হয়েছে, রাষ্ট্রসঙ্ঘে ভোট তাতে প্রভাব ফেলবে না, বললেন নেতানিয়াহু
নয়াদিল্লি: জেরুজালেম ইস্যুতে ভারত রাষ্ট্রসঙ্ঘে তাঁদের বিরুদ্ধে ভোট দেওয়ায় হতাশ হয়েছিলেন তাঁরা। কিন্তু একটি নেতিবাচক ভোট ভারত-ইজরায়েল সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। ভারত সফরে এসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মন্তব্য করলেন।
নেতানিয়াহু বলেছেন, ভারত-ইজরায়েলের বিয়ে ঠিক হয়েছে স্বর্গে কিন্তু তা বাস্তবায়িত হয়েছে এই পৃথিবীতে। দুই দেশের, দেশের মানুষের ও রাষ্ট্রনেতাদের সম্পর্ক অসাধারণ। তাঁর আশা, এই ভারত সফরে প্রযুক্তি, কৃষিও অন্যান্য ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।
জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ভারত রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁর এই সফর প্রমাণ করছে, দু’দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে চলেছে। তাই একটি ভোট এই সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না, তা অন্যান্য নানা ক্ষেত্রে ভোট ও এ ধরনের সফরেই স্পষ্ট। বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
তাঁর আরও মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসাধারণ নেতা, যিনি দেশের মানুষের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসতে অধৈর্য হয়ে উঠেছেন।
দু’দেশের সন্ত্রাসবিরোধী লড়াই নিয়ে নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেই তাকে ঠেকানো সম্ভব। ভারত-ইজরায়েল প্রতিরক্ষা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষাই তাঁদের সম্পর্কের মূল কথা। ভারত-ইজরায়েল কেউ আগ্রাসী নয়, তাই দু’দেশেরই চেষ্টা অন্য কেউ যেন তাদের কারও ওপর আগ্রাসন না দেখাতে পারে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement