এক্সপ্লোর
আজই মুক্তি পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভুবনেশ্বর: আজই মুক্তি পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওড়িশা হাইকোর্টে জামিনের পর গতকাল রাত ১২টা নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের সার্টিফায়েড কপি হাতে পান। আইনজীবীদের দাবি, জামিনের ক্ষেত্রে একটি শর্ত পরিবর্তন করেছে আদালত। স্থানীয় দুই জামিনদারের ক্ষেত্রেই সম্পত্তির পরিমান ৫০হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। আজ জামিনের কপি নিয়ে খুর্দা কোর্টে আবেদন করবেন আইনজীবীরা। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট, জামিনের জন্য বন্ডের ২৫ লক্ষ টাকা জমা করা হবে। এর পরই রিলিজ অর্ডার হাতে পেলে ঝাড়পাড়া জেলে তা জমা করবেন আইনজীবীরা। সব কাজ দ্রুত হলে আজই তৃণমূল সাংসদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি আইনজীবীদের। গতকাল সাড়ে চার মাস পর রোজভ্যালিকাণ্ডে ধৃত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দেয় ওড়িশা হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















