এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ড ক্রিকেট টিমকে শুভেচ্ছা মোদীর, বললেন, সেরা দল জিতুক
নয়াদিল্লি: সোমবার নরেন্দ্র মোদী ভারত সফরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন, আর বুধবারই ২২ গজে বিরাট কোহলি বাহিনীর মুখোমুখি হচ্ছে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসা ইংল্যান্ড ক্রিকেট দল। সৌজন্য দেখিয়ে মে-র দেশের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, এই সুযোগে ইংল্যান্ড ক্রিকেট দলকেও আমার আন্তরিক, হার্দিক শুভেচ্ছা জানাই। আগামীকালের পর গুজরাতের রাজকোটে অভিযান শুরু হচ্ছে ওদের। সেরা দলেরই জয় হোক।
কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে টেস্টে সেরা তালিকায় এক নম্বরে রয়েছে।
মোদী এও বলেন, ভারত, ব্রিটেনের মধ্যে এক দীর্ঘস্থায়ী শরিকি সম্পর্ক আছে যা সমৃদ্ধ হয়েছে দু দেশের জনগণের গভীর যোগাযোগের বন্ধনে, সেখানে ক্রিকেটকে ভুললে চলবে না।
আরও পড়ুনঃ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন থেরেসা মে
মুম্বই ও পঠানকোট হামলার চক্রীদের শাস্তি দিতে হবে, মোদীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানকে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
পরে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ দুই প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ক্রিকেট প্রসঙ্গও আসে। মধ্যাহ্নভোজের আলোচনা শেষ হওয়ার মুখে প্রধানমন্ত্রী বলেন, আশা করি, খাবার আপনার ভাল লেগেছে। টেরেসা মে বলেন, অবশ্যই, পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখানে একজন ভাল রাঁধুনী আছেন, যিনি রান্না করেছেন, তবে আসল কুক তো এসেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement