এক্সপ্লোর
সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরপরাধ বাসিন্দাদের টার্গেট করে গুলিবর্ষণ, পাকিস্তান হাইকমিশনকে তীব্র নিন্দা করে চিঠি বিদেশমন্ত্রকের
বুধবারও পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়্ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায়, মর্টার ছোঁড়ে। তবে ভারতীয় সেনাবাহিনীও যোগ্য জবাব দিলে পাক সেনার ঘাঁটিগুলির বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের জওয়ানরাও নিহত হয়েছে বলে সরকারি সূ্ত্রে জানা গিয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তানকে কড়া চিঠি দিয়ে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরপরাধ বাসিন্দাদের গোলাগুলির টার্গেট করার তীব্র নিন্দা করল ভারত। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জম্মু ও কাশ্মীরের শাহপুর এলাকায় পাকিস্তানের মর্টার হামলায় শিশুমৃত্যুর পর ভারতের বিদেশমন্ত্রকের তরফে লেখা চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর এভাবে জেনেশুনে ইচ্ছা করে নিরীহ লোকজনকে নিশানা করে গোলাগুলি বর্ষণের কঠোরতম ভাষায় নিন্দা, প্রতিবাদ করছে ভারত সরকার। এটা মানবসমাজ স্বীকৃত যাবতীয় রীতিনীতি, পেশাদার সামরিক আচরণেরও পরিপন্থী। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, এ ধরনের ‘জঘন্য নিরপরাধ সাধারণ নাগরিক হত্যার’ তদন্ত করে ‘অবিলম্বে তাদের বাহিনীকে এমন কাজ থেকে বিরত থাকার’ নির্দেশ দিতেও পাকিস্তানি কর্তৃপক্ষকে বলেছে বিদেশমন্ত্রক।
রবিবার দুপুরে ওই শিশুর বাড়ির সামনে পাক বাহিনীর ছোঁড়া শেল আছড়ে পড়ে ফাটলে সে, তার মা আহত হয়। পরে পুঞ্চের এক হাসপাতালে বাচ্চাটি মারা যায়।
এই নিয়ে তৃতীয়বার পাক বাহিনীর হামলায় মৃত্যু হল বলে জানিয়েছেন শাহপুরের সরপঞ্চ। আধ ডজন লোক জখম হয়েছে।
বুধবারও পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়্ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায়, মর্টার ছোঁড়ে। তবে ভারতীয় সেনাবাহিনীও যোগ্য জবাব দিলে পাক সেনার ঘাঁটিগুলির বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের জওয়ানরাও নিহত হয়েছে বলে সরকারি সূ্ত্রে জানা গিয়েছে।
এদিকে পাকিস্তান ইসলামাবাদে ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার ‘বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনে’র নিন্দা করেছে। পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) মহম্মদ ফয়সল, যিনি বিদেশমন্ত্রকের মুখপত্রও বটে, গৌরব অহলুওয়ালিয়াকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানান। পাকিস্তানের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর দান্না, ধাদনিয়াল, জুরা, লিপা, শ্রড্ডা, শাহকোটে ভারতীয় বাহিনীর গুলিবৃষ্টিতে ২৬ বছরের এক যুবক নিহত ও বাচ্চা, মহিলা সহ ৯ জন জখম হয়। ফয়সল বলেন, ভারতীয় বাহিনী নিয়্ন্ত্রণ রেখা, অস্থায়ী সীমান্ত বরাবর লাগাতার সাধারণ বাসিন্দাদের বাড়িঘর নিশানা করে ভারী অস্ত্রশস্ত্র থেকে হামলা চালাচ্ছে। ২০১৭ থেকে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন অপ্রত্যাশিত ভাবে বেড়েছে, সে বছর ভারতীয় বাহিনী ১৯৭০ বার যু্দ্ধবিরতি ভেঙেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতার সামনে বিপদ, তা থেকে কৌশলগত হিসাবে ভুল হতে পারে। ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি তদন্ত করতে ভারতকে আবেদন করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement