Bangladesh News: অনুপ্রবেশের পর নাম পলাশ ? জাল পাসপোর্টকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে | ABP Ananda LIVE
ABP ANNADA LIVE: চট্টগ্রামে নাম ছিল চয়ন বড়ুয়া। অনুপ্রবেশের পর নাম হয়ে গিয়েছিল পলাশ বিশ্বাস। এমনকী, দাড়ি-গোঁফ কেটে পাল্টে ফেলেছিলেন চেহারা। জাল পাসপোর্টকাণ্ডে এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। অন্যদিকে, জাল নথি কাণ্ডে বিজেপি নেতা আড়াই-তিন লক্ষ টাকায় তৈরি করে দিতেন নকল শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও। দাবি তদন্তকারীদের।
বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ
বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ । দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে । পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ । আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, হাওড়া-বর্ধমান মেন শাখায় প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল । চলবে না দূরপাল্লার ট্রেনও, প্রতিদিন ৬০ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে
মাঘের শুরুতে শীত উধাও। সকাল থেকে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারেরও নীচে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া--সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার দাপট উত্তরবঙ্গের ছয় জেলাতেও। শীতের পথে কাঁটা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা।
ফলে পারদ ঊর্ধ্বগামী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ঝঞ্ঝার বাধা কাটিয়ে রবিবার থেকে ফিরতে পারে শীত। ২-৩ দিনে চার ডিগ্রি নামতে পারে পারদ





















