এক্সপ্লোর
Advertisement
মেঘালয়ে করোনার প্রথম বলি, মৃত্যু আক্রান্ত চিকিৎসকের, খোঁজ চলছে 'সাইল্যান্ট' ক্যারিয়ারের
সাংমা জানিয়েছেন, রাজ্যের মোট ৯০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেথানি হাসপাতালের আশপাশের চত্বর সিল করে দেওয়া হয়েছে।
শিলং: করোনার প্রথম বলি মেঘালয়ে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রবীণ চিকিৎসক জন এল শৈল রায়ান্তাথিয়াঙের। দুদিন আগে যাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল।
শিলংয়ের বেথানি হাসপাতালে কর্মরত ছিলেন মৃত চিকিৎসক। জানা গিয়েছে, সম্প্রতি বিদেশে কোনও সফর করেননি তিনি। অনুমান করা হচ্ছে কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসার ফলেই তিনি আক্রান্ত হয়েছেন। আপাতত সেই ‘সাইলেন্ট ক্যারিয়ার’-এর খোঁজে তোলপাড় চলছে মেঘালয়ে। জারি হয়েছে দু’দিনের কার্ফু।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মেঘালয়। খোঁজ চলছে সেই ব্যক্তির যাঁর থেকে ৬৯ বছরের ওই চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে অনুমান করা হয়েছে। রাজ্যের সবাইকে সংক্রমণ রোখার জন্য মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন ওই সাইলেন্ট ক্যারিয়ারকে খুঁজে বার করা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ। কারণ এই ব্যক্তির খোঁজ পাওয়া না গেলে হয়তো সকলের অজান্তেই মেঘালয়ে আরও অনেকে করোনায় আক্রান্ত হতে পারেন। প্রসঙ্গত, গত ২২ মার্চ এবং তার আগে শিলংয়ের বেথানি হাসপাতালে যাঁরা এসেছিলেন আপাতত তাঁদের খোঁজ করা হচ্ছে।
সাংমা জানিয়েছেন, রাজ্যের মোট ৯০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেথানি হাসপাতালের আশপাশের চত্বর সিল করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement