এক্সপ্লোর
Advertisement
মেট্রো স্টেশনের মধ্যেই ১০ বার আততায়ীর ছুরির কোপ, মৃত্যু উত্তর-পূর্বের তরুণীর
গুরগাঁও: মেট্রো স্টেশনের মধ্যে অন্য যাত্রীদের সামনেই আততায়ীর ছুরির ঘায়ে খুন হলেন উত্তর-পূর্বের তরুণী।
সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে নটা নাগাদ কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য প্রতিদিনের মতো গুরগাঁওয়ের মহাত্মা গাঁধী মেট্রো স্টেশনে যান ২২ বছরের পিঙ্কি দেবী।
এদিন স্টেশনের একটি আপাত ফাঁকা জায়গায় আচমকা তাঁকে পেছন থেকে অন্তত ১০ বার ছুরির কোপ মারে বছর পঁচিশের পেশায় অটোরিক্সা চালক জীতেন্দ্র।
মেঘালয়ের বাসিন্দা পিঙ্কির আর্তনাদে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সিআইএসএফ। জীতেন্দ্রকে ধরে ফেলেন জওয়ানরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় পিঙ্কিদেবীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান ওই তরুণী। চিকিৎসকরা জানান, পিঙ্কির পেট ও গলায় গভীর ক্ষত ছিল। পাশাপাশি, তাঁর শিরাও চিরে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্টেশনের আনপেড এরিয়া থেকে। ফলে, সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না।
মৃত তরুণীর স্বামী মান সিংহ পুলিশকে জানান, যে সময় হামলা হয়, সেই সময় পিঙ্কি তাঁর সঙ্গে ফোনে কথা বলছিলেন। আচমকা, তিনি স্ত্রীর চিৎকার-আর্তনাদ শুনতে পান। সঙ্গে সঙ্গে ফোনটিও কেটে যায়।
তাঁর অভিযোগ, পিঙ্কি তাঁকে জানিয়েছিলেন, অভিযুক্ত জীতেন্দ্র বেশ কিছুদিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল। মান সিংহের দাবি, ঘটনার সময় ফোনে তাঁকে পিঙ্কি বলেন, জীতেন্দ্র নতুন করে তাঁকে উত্যক্ত করতে শুরু করেছে।
জানা গিয়েছে, শিলংয়ের বাসিন্দা পিঙ্কি রোহিনীতে একটি বিউটি পার্লারে কাজ করতেন। অন্যদিকে, উত্তরপ্রদেশে বাসিন্দা জীতেন্দ্রও হাসপাতালে চিকিৎসাধীন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement