এক্সপ্লোর
Advertisement
ইভাঙ্কা ট্রাম্পের পরনে মুর্শিদাবাদ সিল্কের বন্ধগলা শেরওয়ানি
ভারত সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের পোশাকে অভিনবত্ব। এদিন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প-দুজনেই সাদা পোশাক পরেছেন। রাষ্ট্রপতি ভবনে ইভাঙ্কা যখন পৌঁছলেন তখন তাঁকে দেখা গেল দুধ সাদা পোশাকে।
নয়াদিল্লি: ভারত সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের পোশাকে অভিনবত্ব। এদিন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প-দুজনেই সাদা পোশাক পরেছেন। রাষ্ট্রপতি ভবনে ইভাঙ্কা যখন পৌঁছলেন তখন তাঁকে দেখা গেল দুধ সাদা পোশাকে। ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর আগেই ইভাঙ্কা তাঁর স্বামী জারেড কুশনারের সঙ্গে পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে।
এই অনুষ্ঠানের জন্য ইভাঙ্কা বেছে নিয়েছেন প্রখ্যাত ডিজাইনার অনিতা ডোংরে-র তৈরি ইন্দো-ওয়েস্টার্ন মিশ্র ঘরানার সাদা পোশাক। ইভাঙ্কার পরনে দেখা গেল হাতে বোনা মুর্শিদাবাদ সিল্কের তৈরি বন্ধগলা ফুলহাতা শেরওয়ানি, সঙ্গে ধাতব বোতাম। এক কথায় রাজকীয় ছোঁয়া রয়েছে এই পোশাকে। সেইসঙ্গে স্ট্রেট ফিট প্যান্ট। এর রঙও সাদা। এছাড়াও পায়ে ব্যালেরিনা ও মাথায় মাঝখানে সিঁথি।Melania, Ivanka Trump opt for shades of white on day-2 of India visit Read @ANI Story | https://t.co/wURGV7GQ7d pic.twitter.com/LE8ueS5GQB
— ANI Digital (@ani_digital) February 25, 2020
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনিতা ডোংরে জানিয়েছেন, ইভাঙ্কার এই পোশাক মুর্শিদাবাদের হাতে বোনা সিল্ক দিয়ে তৈরি। এটি চিরন্তন ও ঐতিহ্যশালী। মেলানিয়া ট্রাম্পও বেছে নিয়েছেন সাদা পোশাক। মিডি লেংথ কলারের রঙিন ফ্লোরাল প্রিন্টের সাদা পোশাক। সঙ্গে লাল রঙের বেল্ট। মাথার চুলে মাঝখানে সিঁথি। মাথার চুলের শেষপ্রান্ত ঢেউ খেলানো।View this post on Instagram
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement