এক্সপ্লোর
Advertisement
৭ বছরের জেল, ১০০ কোটি জরিমানা: মানুষের নয়, গঙ্গার অস্তিত্ব বিপন্ন করার শাস্তি
নয়াদিল্লি: ডাকাতি, খুনের চেষ্টার মত বড়সড় অপরাধের শাস্তি এতদিন ছিল ৭ বছরের জেল। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে গঙ্গা নদীর ক্ষতি করার চেষ্টা। কেন্দ্র বিল আনছে, গঙ্গার অস্তিত্ব কোনওভাবে সঙ্কটে ফেলার চেষ্টা করলে ৭ বছরের জেল তো বটেই, সঙ্গে গোদের ওপর বিষফোঁড়া, বিশাল অঙ্কের জরিমানা, সব মিলিয়ে যার পরিমাণ ১০০ কোটি টাকা ছুঁতে পারে।
গঙ্গা দূষণ রুখতে কেন্দ্র নিযুক্ত একটি প্যানেল তৈরি করেছে ন্যাশনাল রিভার গঙ্গা (রেজুভানেশন, প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট) বিলের খসড়া। বিলটি আইনে পরিণত হলে নদীর স্রোত আটকানো, নদীর ধার খুঁড়ে পাথর তোলা বা অনুমতি ছাড়াই জেটি তৈরির মত কোনওভাবে গঙ্গার বিপদ ঘটানোর চেষ্টা হলে ওই সাজা দেওয়া হবে।
উত্তরাখণ্ড হাইকোর্ট কিছুদিন আগে রায় দেয়, স্রেফ নদী নয়, গঙ্গা জীবন্ত সত্ত্বা। বিলে পরিষ্কার বলা হয়েছে, কোনওভাবে গঙ্গার ক্ষতি করার চেষ্টা হলে জীবন্ত মানুষের সঙ্গে অপরাধে যে সাজা, সেই সাজাই এ ক্ষেত্রেও দেওয়া হবে। বিলে বলা হয়েছে, গঙ্গা ও তার প্রধান শাখা নদীগুলির পাশে ১ কিলোমিটার এলাকা ওয়াটার সেভিং জোন বলে ঘোষণা করতে। এই জোনগুলি নির্দিষ্ট করার জন্য বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নিতে বলা হয়েছে। বিল আইনে পরিণত হওয়ার ৬ মাসের মধ্যে জোনগুলি চিহ্নিত করতে হবে।
এপ্রিলেই এই বিল পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের কাছে। আপাতত তা রয়েছে আর একটি বিশেষজ্ঞ কমিটির টেবিলে। ওই কমিটির মতামত পেলে তা পাঠানো হবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহারের মত রাজ্যের কাছে, গঙ্গার অববাহিকায় গড়ে উঠেছে যেগুলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement