bangladesh News : আমার গলায় নয়, মুক্তিযুদ্ধের আদর্শে জুতোর মালা পরানো হয়েছে :আক্রান্ত মুক্তিযোদ্ধা
ABP Ananda LIVE : নৈরাজ্য় থেকে নজর ঘোরাতে মরিয়া বাংলাদেশের ইউনূস সরকার। এবার শেখ হাসিনার প্রত্য়র্পণের জন্য় ভারতকে চিঠি দিল বাংলাদেশ। এর মধ্য়েই পদ্মাপাড়ের দেশ থেকে সামনে এসেছে ভয়ঙ্কর ছবি। অশীতিপর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল কুমিল্লার গ্রামে। কী করে করা হয়েছে অত্যাচার, চোখের জলে তার পুরোটা জানিয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। আমার গলায় নয়, মুক্তিযুদ্ধের আদর্শে জুতোর মালা পরানো হয়েছে :আক্রান্ত মুক্তিযোদ্ধা
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?