এক্সপ্লোর
মজুরি বেড়েছে মাত্র ৫ টাকা! মোদীকে খামে ফেরৎ পাঠালেন ঝাড়খণ্ডের এমজিএনরেগা কর্মীরা

লাতেহার (ঝাড়খন্ড): এমজিএনরেগা প্রকল্পে ন্যূনতম মজুরি ১৬২ টাকা থেকে মাত্র ৫ টাকা বেড়ে হয়েছে ১৬৭ টাকা! ‘যতৎসামান্য’ মজুরি বৃদ্ধিতে ক্ষোভে, রাগে ফেটে পড়েছেন ঝাড়খন্ডের লাতেহারের মনিকা ব্লকের এমজিএনরেগা কর্মীরা। গতকাল মে দিবসে খামে করে বাড়তি মজুরির ৫ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফেরৎ পাঠিয়েছেন তাঁরা। সঙ্গে তাঁকে লেখা একটি চিঠি। তাতে মজুরি ‘খুবই কম’ বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন তাঁরা। গ্রাম স্বরাজ মজদুর সংঘ-এর সঙ্গে যুক্ত ওই কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থসাহায্যে পুষ্ট প্রকল্পটির জন্য দিল্লির সরকারের টাকার টানাটানি চলছে বলেই তাঁদের ধারনা, না হলে নিশ্চয়ই এমজিএনরেগা প্রকল্পের আওতায় তাঁদের বেতনও ঝাড়খণ্ডের ন্যূনতম দৈনিক মজুরি ২১২ টাকার সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ত। কটাক্ষের সুরে চিঠিতে তাঁরা এও লিখেছেন, তবে আমরা তো ভাগ্যবান। অন্য ১৭টি রাজ্যে তো মজুরি বেড়েছে ৫ টাকারও কম! মনে হচ্ছে, ওড়িশার শ্রমিকরা অনেক ভাল আছেন কেননা ওদের মজুরি এক পয়সাও বাড়ানো হয়নি। তাঁরা চিঠিতে বলেছেন, তাঁদের চেয়েও কেন্দ্রের টাকার প্রয়োজন বেশি বলে তাঁদের অভিমত, কেননা কেন্দ্রের খরচও অনেক বেশি। এরপরই প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁরা লিখেছেন, এইসব ব্যাপার মাথায় রেখে আমরা এমজিএনরেগা প্রকল্পের কর্মীরা একযোগে বাড়তি মজুরির ৫ টাকা আপনাকে ফেরৎ পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের আশা, ওটা দিয়ে প্রিয়ভাজন কোম্পানি, তাদের কর্মী, বন্ধুবান্ধবদের খুশি করতে পারবেন আপনি!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















