এক্সপ্লোর
Advertisement
রাফালের প্রতিদ্বন্দ্বীদের হয়ে লবি করেন মাইকেল, ওদের কোন নেতার সঙ্গে তাঁর যোগ আছে, জানাক কংগ্রেস, বললেন মোদি
সোলাপুর: মহারাষ্ট্রের সোলাপুরের অনুষ্ঠানে অগুস্তাওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার মামলায় গ্রেফতার অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মাইকেলের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদির। রাফাল যুদ্ধবিমানের ডিলে মাইকেল ফরাসি বিমান নির্মাতা সংস্থার প্রতিদ্বন্দ্বীদের হয়ে ওকালতি করেছিলেন বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেসকে। মিডিয়া রিপোর্ট উদ্ধৃত করে সোলাপুরের জনসভায় তিনি দাবি করেন, মাইকেল আরও কয়েকটি প্রতিযোগী সংস্থার হয়েও লবি করেছিলেন। এবার তাহলে কংগ্রেস পরিষ্কার করে জানাক, রাফাল ডিল নিয়ে ওদের অভিযোগের উত্স, ভিত্তি কোথায়। রাহুল গাঁধীর নাম না করে প্রধানমন্ত্রী বলেন, রাফাল নিয়ে সরব কংগ্রেসের জবাব দেওয়া উচিত, ওদের কোন নেতার সঙ্গে মাইকেলের সম্পর্ক আছে।
কংগ্রেস সভাপতি তাঁর সম্পর্কে যে ‘চৌকিদার’-কটাক্ষ করে থাকেন, তার পাল্টা মোদি দাবি করেন, ‘চৌকিদার’ দুর্নীতির মূলোচ্ছেদ করতে লড়াইয়ে নেমেছেন, তাঁকে কেনা বা ভয় দেখিয়ে নিরস্ত করা যাবে না, তিনি নিরলস পরিশ্রম করেই যাবেন। ‘চৌকিদার’ অন্ধকারেও অপরাধীকে ঠিক চিনে নিতে পারেন বলেও মন্তব্য করেন মোদি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement