এক্সপ্লোর
Advertisement
মোদীর সঙ্গে বৈঠক, প্রত্যেক ভারতীয়র ক্ষমতায়ন চায় মাইক্রোসফট, বললেন নাদেল্লা
নয়াদিল্লি: ভারতের প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠানের ক্ষমতায়নই লক্ষ্য। একথা জানালেন মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের ভারতীয় চিফ এক্সিকিউটিভ সত্য নাদেল্লা। ভারতীয় নাগরিক ও সংগঠনগুলি যাতে তাদের ক্ষমতার চেয়ে আরও বেশি ভালো কাজ করতে পারে এবং নিজের ও দেশের জন্য আরও সাফল্য অর্জন করতে পারে, সেজন্যই মাইক্রোসফট এই ক্ষমতায়ন চায় বলে জানিয়েছেন নাদেল্লা।
মাইক্রোসফটের সিইও হওয়ার পর তৃতীয়বার ভারতে এলেন নাদেল্লা। মাইক্রোসফট আয়োজিত ‘টেকনোলজি ফর গুড, আইডিয়াজ ফর ইন্ডিয়া’ শীর্ষক এক সম্মেলনে নাদেল্লা মির্জা গালিবের শায়েরি দিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। বললেন, তাঁর জীবনে দুটি ভালোলাগার বিষয় কবিতা ও কম্পিউটার সায়েন্স। ভারতে আসতে খুবই ভালো লাগে। এখানকার উত্সাহ ও সৃষ্টিশীলতা অনুপ্রাণিত করে।
তিনি বলেন, আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। আমি মাঝেমধ্যেই এখানে আসি। যখনই এখানে আসি অফুরন্ত উত্সাহ সংগ্রহ করে ফিরে যাই। এটা একটা দারুন ব্যাপার।
নাদেল্লা বলেছেন, বড়সড় স্বপ্ন দেখতে হবে এবং বড় কিছু করতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।
মাইক্রোসফট সিইও সম্মেলনের আগে শিল্পপতি ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন।
পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের উন্নতি এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো সরকারি উদ্যোগে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে নাদেল্লার আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নাদেল্লার সঙ্গে বৈঠকের পর মোদী টুইট করেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মাইক্রোসফটের সিইও-র সঙ্গে আলোচনা হল। যদিও আলোচনার বিস্তারিত বিষয় জানা যায়নি।
নাদেল্লার সঙ্গে বৈঠক হয়েছে যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহারও।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারত সফরে এসেছিলেন মার্কিন কোম্পানি অ্যাপল-এর সিইও টিম কুক। টিম কুকও মোদীর পাশাপাশি শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। কুকের মতোই নাদেল্লাও ডিজিটাল ইন্ডিয়া ও স্টার্টআপ ইন্ডিয়ার মতো বিভিন্ন সরকারি উদ্যোগকে সমর্থন করেছেন।
এদিন রবিশঙ্কর প্রসাদের সঙ্গে ওপেন সোর্সেস পলিসি, স্কাইপি ও আধারের সংযোগ এবং সরকারি ক্ষেত্রে ক্লাউড পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে নাদেল্লার আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসাদ তাঁর টুইটে জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া সংক্রান্ত ব্যাপারে মাইক্রোসফটের সহযোগিতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement